ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লেঙ্গলেটের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেঙ্গলেটের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

ক্লেমেন্ত লেঙ্গলেট

ক্রীড়া ডেস্ক : জিরোনার বিপক্ষে ডিফেন্ডার ক্লেমেন্ত লেঙ্গলেটের পাওয়া লাল কার্ডের শাস্তি মেনে নিতে পারছে না বার্সেলোনা। এই লাল কার্ডের বিরুদ্ধে তারা আপিল করবে বলে জানিয়েছেন কাতালান ক্লাবটি।

ন্যু ক্যাম্পে রোববার রাতে ম্যাচের ৩৪ মিনিটে বল দখলের লড়াইয়ে জিরোনার মিডফিল্ডার পেরে পনসকে কনুই মেরে বসেন লেঙ্গলেট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে আলোচনা করে লেঙ্গলেটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পরই লেঙ্গলেটের লাল কার্ড নিয়ে হতাশা প্রকাশ করেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। তার মতে, নিজেকে রক্ষা করতেই লেঙ্গলেট কনুই ব্যবহার করেছেন, এটা কখনোই লাল কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল না।

পরে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা এই লাল কার্ডের বিরুদ্ধে লা লিগা কমিটির কাছে আপিল করবে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন বলেও জানিয়েছে বার্সা। এই চোটের কারণে বার্সার শেষ তিন ম্যাচে তিনি খেলতে পারেননি।

২১ বছর বয়সি এই খেলোয়াড় চলতি মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ছয় মিনিট খেলেছেন। গত ২৫ আগস্ট রিয়াল ভায়োদলিদের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়