ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানের পারফরম্যান্সের সমালোচনায় ওয়াসিম

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের পারফরম্যান্সের সমালোচনায় ওয়াসিম

ক্রীড়া ডেস্ক : পাঁচ দিনের মধ্যে দুবার মুখোমুখি ভারত ও পাকিস্তান- পাকিস্তানের বর্তমান ফর্ম আর বিরাট কোহলির অনুপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিল সমর্থকরা। কিন্তু কিসের কী লড়াই, একপেশে দুই ম্যাচেই ভারত অনায়াসে জিতেছে। গ্রুপ পর্বে ৮ উইকেটে, আর সুপার ফোরে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের তাই কঠোর সমালোচনা করেছেন দলটির সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

পাকিস্তান দলের এমন অবস্থা দেখতে হবে, তা কখনো ভাবেননি ওয়াসিম। দুবাই থেকে ভারতীয় এক টিভি অনুষ্ঠানে ওয়াসিম বলেছেন, ‘পাকিস্তানের হয়ে আমি প্রায় ২০ বছর খেলেছি। আমি কখনোই ভাবিনি আমাকে এমন দিন দেখতে হবে। যেভাবে তারা বিধ্বস্ত হয়েছে, পুরোপুরি একপেশে ম্যাচ হয়েছে।’

র‍্যাঙ্কিংয়ের নিচের দলের বিপক্ষে খেলারও সমালোচনা করেছেন ওয়াসিম, ‘র‍্যাঙ্কিংয়ের নিচের দিকের দলের বিপক্ষে আমাদের কম খেলতে হবে। আমরা সবাই খেলাটার প্রচারনা করছি, তা ঠিক আছে। কিন্তু জিম্বাবুয়ে গিয়ে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে পাকিস্তান দল কী অর্জন করেছে? কিছুই না। তারা ওখানে গিয়ে রান করেছে, ডাবল সেঞ্চুরি পেয়েছে। কিন্তু যখন ভালো দল, ভালো বোলিংয়ের বিপক্ষে খেলছে, তখন তারা চাপে থাকছে। আমাদের দলের শক্তি বাড়াতে হবে, ভালো দলের বিপক্ষে তাদের মাটিতে গিয়ে খেলতে হবে।’

গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তবে ওয়াসিমের কাছে বর্তমানটাই আসল, ‘এই হারগুলো পাকিস্তানকে অন্তত চ্যাম্পিয়নস ট্রফির স্মৃতি থেকে মুক্তি দেবে। চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে দেড় বছর আগে, সেটার সঙ্গে এখনকার কোনো সম্পর্কই নেই। তাও তো ভারতের মূল খেলোয়াড় বিরাট কোহলি খেলতে আসেনি, সে থাকলে কী হতো, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।’

খেলায় হার-জিত থাকবেই। অন্তত লড়াই চান সুইংয়ের সুলতান খ্যাত ওয়াসিম, ‘নম্বরইয়ের দশকে যখন আমরা ভারতের সঙ্গে খেলতাম, তারা চাপে থাকত। এখন উল্টো পাকিস্তানই চাপে থাকে। খেলাই হার-জিত থাকবেই, কিন্তু অন্তত কিছুটা লড়াই তো হওয়া উচিত।’

পাকিস্তান বুধবার সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটা এখন টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। পাকিস্তান হারলেই ভারতের বিপক্ষে ২৮ অক্টোবরের ফাইনাল খেলবে বাংলাদেশ। পাকিস্তানের জন্য ম্যাচটা যে সহজ হবে, সেটা আগেই জানিয়ে দিলেন ওয়াসিম।

এই ম্যাচ নিয়ে দুবাইয়ে সংবাদিকদের ওয়াসিম বলেছেন, ‘বাংলাদেশ যথেষ্ট ভালো দল। পাকিস্তানের পক্ষে ম্যাচটা সহজ হবে না। এই ম্যাচ জিতলে তো ফাইনালে আবার ভারত। তবে আমাদের হাতে যে ক্রিকেটাররা আছে, তাদের নিয়েই লড়তে হবে। পাকিস্তানে তো কোনো ডন ব্র্যাডম্যান বসে নেই, যে এসে জিতিয়ে দিয়ে যাবে। ছেলেদের একটা কথাই বলব। ফলের কথা না ভেবে ভয়ডরহীন ক্রিকেট খেলো।’

ওদিকে পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশ প্রধান নির্বাচক ইনজামাম-উল হকও। বাংলাদেশ ম্যাচের আগে আরব আমিরাতে উড়ে গেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নাকি ইনজামাম এশিয়া কাপের দলে রাখতে চেয়েছিলেন। কিন্তু কোচ মিকি আর্থার হাফিজকে দলে রাখার বিপক্ষে ছিলেন। সেকারণে এশিয়া কাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডারের।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়