ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্ব দাবা অলিম্পিয়াডে ৫৬তম হল বাংলাদেশ, এশিয়ায় দশম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ৫৬তম হল বাংলাদেশ, এশিয়ায় দশম

ক্রীড়া প্রতিবেদক : জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে ৬৪ সিডেড বাংলাদেশ দল ৫৬তম স্থান লাভ করেছে। ১৮০ টি দেশের ১৮৫টি দলের মধ্যে বাংলাদেশ দল ১১ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে ৫৬তম হয়। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। অপরদিকে বাংলাদেশ মহিলা দল ১১ খেলায় ১১ পয়েন্ট পেয়ে ১৪৬টি দেশের ১৫১টি দলের মধ্যে ৭২তম স্থান পেয়েছে।

ওপেন বিভাগে ১৮ পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিংয়ে চীন চ্যাম্পিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র রানার্স-আপ ও রাশিয়া তৃতীয় হয়। মহিলা বিভাগে ১৮ পয়েন্ট করে নিয়ে চীন চ্যাম্পিয়ন ও ইউক্রেন রানার্স-আপ এবং ১৭ পয়েন্ট নিয়ে জর্জিয়া তৃতীয় হয়। ২০১৬ সনের দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ওপেন দল ৭৬তম এবং মহিলা দল ৭৭তম হয়েছিল।

আজ শুক্রবার অনুষ্ঠিত একাদশ বা শেষ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২.৫-১.৫ গেম পয়েন্টে পানামাকে পরাজিত করে। বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পানামার আন্তর্জাতিক মাস্টার বাউলেস জর্জকে ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রামোস এফরিন এন্ড্রেসকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ফিদে মাস্টার তাপিয়া আলেক্সির সাথে ড্র করেন ও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব পানামার ফিদে মাস্টার সানচেজ আলবারেজ রবার্তো কার্লোসের কাছে হেরে যান।

শেষ রাউন্ডে বাংলাদেশ মহিলা দল ০.৫-৩.৫ গেম পয়েন্টে লিথুনিয়ার কাছে পরাজিত হয়। মহিলা দলের পক্ষে কেবল মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন লিথুনিয়ার আন্তর্জাতিক মহিলা মাস্টার জাকসাইতে সালোমেজার সাথে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা লিথুনিয়ার আন্তর্জাতিক মাস্টার কর্নেট্টি দেইমানতের কাছে, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন  আন্তর্জাতিক মহিলা মাস্টার বেটাইটি দাইভার কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সিভায়েভা মারিয়ার কাছে হেরে যান।

এবারের দাবা অলিম্পিয়াড হতে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছে। আন্তর্জাতিক মাস্টার হতে আরও ১৭ খেলার দু’টি নর্ম প্রয়োজন। বাংলাদেশ ওপেন দলের খেলোয়াড় ছিলেন তিন গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও দুই ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও খন্দকার আমিনুল ইসলাম। বাংলাদেশ ওপেন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন গ্র্যান্ড মাস্টার ইগর রাউসিস। মহিলা দলের পক্ষে অংশগ্রহণ করেন দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা, তিন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, তনিমা পারভীন ও জাকিয়া সুলতানা। মহিলা বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।

ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়া ১১ খেলায় ৭ পয়েন্ট, ফিদে মাস্টার ফাহাদ ১১ খেলায় ৭ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার রাকিব ১০ খেলায় ৫ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার রাজীব ১০ খেলায় সাড়ে চার পয়েন্ট ও ফিদে মাস্টার আমিন ২ খেলায় ১ পয়েন্ট পান। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শিরিন ১০ খেলায় ৬ পয়েন্ট, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ১১ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ১০ খেলায় ৪ পয়েন্ট, মহিলা ফিদে মাস্টার জাকিয়া ৪ খেলায় আড়াই পয়েন্ট ও মহিলা আন্তর্জাতিক মাস্টার লিজা ৯ খেলায় আড়াই পয়েন্ট পান।




রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়