ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তৃতীয়বারের মতো দৃষ্টিহীনদের দাবার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয়বারের মতো দৃষ্টিহীনদের দাবার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : ধীরগতির খেলা হওয়ায় দাবায় পৃষ্ঠপোষকতা পাওয়া কিছুটা কঠিন। যেখানে দৃষ্টিসম্পন্নদের দাবায় পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন, সেখানে দৃষ্টিহীনদের দাবার ক্ষেত্রে কী অবস্থা হতে পারে সেটা সহজেই অনুমেয়। তবে ২০১৬ সাল থেকে স্বাভাবিক মানুষের দাবার পাশাপাশি দৃষ্টিহীনদের দাবায়ও পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর ব্যবস্থাপনায়, দাবা ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে দৃষ্টিহীনদের দাবার তৃতীয় আসর।

১৫ অক্টোবর ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।’ এই দিবসকে সামনে রেখে মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গেল বছর ৫০ জন দৃষ্টিহীন দাবাড়– অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এবার অবশ্য অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। এবারের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নিবেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দৃষ্টিহীন দাবাড়ুকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি করে সাদাছড়ি দেওয়া হবে।

প্রতিযোগিতার বিষয়ে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব ও এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়ালটন গ্রুপ গেল দুই বছরের ন্যায় এবারও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে দৃষ্টিহীনদের বিশেষ দাবা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তিন বছর ধরে তারা আমাদের সহায়তা ও সহযোগিতা করে আসছে। সে জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে ও তাদের সহায়তার পরিমাণ বাড়াবে। গেল বছর ৫০ জন দাবাড়– অংশ নিয়েছিল। এবারের এই প্রতিযোগিতায় কমপক্ষে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নেবেন।’

তিনি আরো বলেন, ‘আসলে আমাদের দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের বিষয়টা খুবই উপেক্ষিত। আমরা বিনোদনটা উপভোগ করতে পারি না। ওয়ালটন গ্রুপ আমাদের বিনোদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। ওয়ালটনের মতো অন্যান্য কোম্পানিগুলোও যেন আমাদের বিনোদনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং এই ধরণের প্রতিযোগিতার পাশে থাকে সেই আবেদন থাকল।’

তৃতীয়বারের মতো প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সমাজের বিভিন্ন ধরণের সুবিধবঞ্চিত মানুষদের নিয়ে আমরা কাজ করছি এবং করতে চাই। যাতে সমাজের প্রত্যেকটি ট্রাকের মানুষই খেলাধুলার মতো সুস্থ্য বিনোদনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। দৃষ্টিহীনদের দাবা একটি ভিন্ন ধরণের আয়োজন। আসন্ন বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতার তৃতীয় আসরের সঙ্গেও ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হয়েছে। আসলে দৃষ্টিহীনদের বিনোদনের বিষয়টি সব সময়ই উপেক্ষিত থাকে। তাদেরও অধিকার রয়েছে বিনোদনের, সামাজিক স্বীকৃতি লাভের। তাই করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে আমরা নিয়মিতভাবে চেষ্টা করছি এই ধরণের প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হতে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়