ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রিমিয়ার লিগে সেপ্টেম্বরের সেরা হ্যাজার্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়ার লিগে সেপ্টেম্বরের সেরা হ্যাজার্ড

দারুণ ফর্মে আছেন এডেন হ্যাজার্ড

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসির তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

সেপ্টেম্বরে চার ম্যাচে পাঁচ গোল করেন হ্যাজার্ড। বেলজিয়ান তারকা হ্যাটট্রিক করেন প্রিমিয়ার লিগে উঠে আসা কার্ডিফের বিপক্ষে। এ ছাড়া বোর্নমাউথ ও লিভারপুলের বিপক্ষে করেন একটি করে গোল।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগে কোনো মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন হ্যাজার্ড। প্রথমবার জিতেছিলেন ২০১৬ সালের অক্টোবরে।

বিশেষজ্ঞ, প্রিমিয়ার লিগের অধিনায়ক ও ভক্তদের ভোটে পাঁচজনকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন হ্যাজার্ড। ২৭ বছর বয়সি ফরোয়ার্ড পেছনে ফেলেছেন উলভসের উইলি বলি, আর্সেনালের অ্যালেক্সান্ডার লাকাজেত্তি, কদিন আগে ইংল্যান্ড দলে ডাক পাওয়া জেমস ম্যাডিনসন, এভারটনের গিলফি সিগুর্ডসন ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিংকে।

গত দলবদলের মৌসুম থেকেই হ্যাজার্ডের চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। বেলজিয়ান তারকা নিজেও রিয়ালের হয়ে খেলার ইচ্ছার কথা লুকোননি। তবে বৃহস্পতিবার হ্যাজার্ড বলেছেন, অন্তত এই জানুয়ারিতে তিনি স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ছেন না।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়