ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘এরশাদের সরকার গঠিত হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এরশাদের সরকার গঠিত হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ২০ অক্টোবর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এর মধ্য দিয়ে প্রমাণ হবে, আগামী নির্বাচনে দেশবাসীর ভোটে এরশাদের সরকার গঠিত হবে।

বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ উন্নয়নের রূপকার একমাত্র হুসেইন মুহম্মদ এরশাদ। দেশে যে হারে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাযজ্ঞ বেড়ে চলছে তাতে মনে হয়, দেশে গণতান্ত্রিক সরকার নেই। দেশে প্রশাসন নেই, বিচারব্যবস্থা নেই, এসব তারই বহিঃপ্রকাশ। জাতীয় পার্টির দীর্ঘ শাসনামলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খান সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, শ্রমিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আজিজ, শেখ মোহাম্মদ শান্ত, লতিফ সরকার, ইউনুস মৃধা, কামরুজ্জামান খান, আব্দুল লতিফ মিয়া, আবু তাহের, মিনহাজ আবেদীন বিশাল, আ. জলিল, আবু জামাল খান লিটন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়