ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইউক্যাশে মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউক্যাশে মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলবে বাংলাদেশ।

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায়। পরের দুটি ওয়ানডে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে। এরপর শুরু হবে সাদা পোশাকের ক্রিকেট যুদ্ধ। প্রথম টেস্ট সিলেটে ৩ নভেম্বর থেকে। পরের টেস্ট মিরপুরে ১১ নভেম্বর থেকে।

ওয়ানডেতে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা, টেস্টে ৫০ টাকা। ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের গেটের আশপাশ থেকেও পাওয়া যাবে টিকিট।  

ইউক্যাশের মাধ্যমে টিকিট পাওয়া যাবে এ নম্বরে, *২৬৮#, কনফারমেসন মেসেজ পাওয়া পর ইউক্যাশের নির্দিষ্ট এজেন্টকে মেসেজ দেখিয়ে টিকিট নিতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এ নম্বরে, ১৬৪১৯।

ওয়ানডেতে মিরপুরে টিকিটের সর্বোচ্চমূল্য ১০০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন বা নর্দান স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ৫০ টাকায় পাওয়া যাবে ইষ্টার্ন স্ট্যান্ডের টিকিট। টেস্টে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০ এবং সাউদার্ন বা নর্দান স্ট্যান্ডের টিকিট ৮০ টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ৫০ টাকায় মিলবে ইষ্টার্ন স্ট্যান্ডের টিকিট।

এদিকে সিলেটে প্রথমবারের মতো হতে যাচ্ছে টেস্ট ম্যাচ। অভিষেক টেস্টের টিকিটমূল্য ক্রয়ক্ষমতার মধ্যেই রেখেছে আয়োজকরা। সর্বোচ্চ ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিট মিলবে ২০০ টাকায়। এছাড়া ইষ্টার্ন গ্যালারি ৮০, ওয়েষ্টার্ণ গ্যালারি ও গ্রীণ হিল এরিয়ার টিকিট মিলবে ৫০ টাকায়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়