ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যারিটেবলের রায়ে ‘প্রতিহিংসা’ প্রতিফলনের আশঙ্কা নজরুলের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যারিটেবলের রায়ে ‘প্রতিহিংসা’ প্রতিফলনের আশঙ্কা নজরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ প্রতিফলিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আগামী ২৯ তারিখে আরেকটি রায় হবে, কী রায় হবে আমরা জানি না। কিন্তু যেভাবে দ্রুত এ রায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাতে অনুমান করা যায় সেখানেও সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা, তারই প্রতিফলন ঘটবে।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়েছে যে, তিনি সুস্থ হয়ে আত্মপক্ষ সমর্থন না করা পর্যন্ত রায় ঘোষণা করা যেন না হয়।’

‘আমরা মনে করি এটা আমাদের অত্যন্ত ন্যায্য আবেদন এবং উচ্চ আদালত আমাদের আবেদন গ্রহণ করে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার পরে রায় ঘোষণা দেবেন’, বলেন বিএনপির এই নীতি নির্ধারক।

বিএনপির প্রাক্তন নেতা প্রয়াত মরহুম অ্যাডভোকেট আফসার আলীর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ‘আফসার আলী স্মৃতি ফাউন্ডেশন’।

সরকার মানুষের কন্ঠকে রুদ্ধ করতে একের পর এক কালো আইন করছে অভিযোগ করে তিনি বলেন, ‘যারাই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য লড়াই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। গায়েবী মামলা দেওয়া হচ্ছে এবং গুম-খুন ইত্যাদির মাধ্যমে বিরোধী দলকে দমন করা হচ্ছে।’

ড. কামাল হোসেনকে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, কামাল হোসেন জিরো। মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই, জাতীয় নির্বাচনে বিচারপতি সাত্তারের বিপরীতে প্রার্থী হিসেবে আপনার দল ও অন্যান্য বিরোধী দল মিলে কামাল হোসেনের চেয়ে যোগ্য আর অন্য কাউকে খুঁজে পান নাই, তাকে রাষ্টপতি পদের জন্য প্রার্থী করেছিলেন, আর আজকে তিনি জিরো? বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব, যিনি আগের বার আপনার সরকারের মন্ত্রী ছিলেন তিনিও জিরো। আর আপনি সরকারি চাকরি করে এরশাদের উপদেষ্টা হয়ে মন্ত্রী হয়ে প্লাস হয়ে গেলেন!’

আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির স্থয়িী কমিটির এই সদস্য বলেন, ‘সংবিধানে আছে নির্বাচন কমিশনকে সাহায্য করবে সহায়ক সরকার। কিন্তু দলীয় সরকার থাকলে তারা সহায়তা করবে না, প্রভাবিত করবে। আমরা সহায়ক সরকার চাই, প্রভাবিত সরকার চাই না।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকের সভাপতিত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়