ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিবি একাদশের সঙ্গেই পারল না জিম্বাবুয়ে!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিবি একাদশের সঙ্গেই পারল না জিম্বাবুয়ে!

ক্রীড়া প্রতিবেদক, বিকেএসপি থেকে : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা তিন ক্রিকেটার খেললেন প্রস্তুতি ম্যাচে। কিন্তু প্রস্তুতি ম্যাচে তাদের কোনো ভূমিকাই নেই! তাদের ছাড়াই

জিম্বাবুয়ে পারল না সৌম্য সরকার, ইবাদত হোসেনদের সঙ্গেই। বৃহস্পতিবার চার দিনের ম্যাচ খেলার পর ভ্রমণ শেষে বিকেএসপিতে চলে এলেন সৌম্য, ইবাদত, আফিফ, জাকিররা। তাদের নিয়েই বিসিবি একাদশ। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে কী দুর্দান্ত পারফরম্যান্সই না করলেন তারা। 

ইবাদতের পাঁচ উইকেটে বিসিবি একাদশ শুরুতেই এগিয়ে যায়। পরবর্তীতে সৌম্যর সেঞ্চুরিতে আসে কাঙ্ক্ষিত জয়। ব্যাটিং কিংবা বোলিং- কোনো কিছুতেই পারেনি জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে একমাত্র লড়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু তাকে বাদ দিলে আর কেউই ভালো করতে পারেননি।

সফরকারীদের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন ওয়ানডে দলে থাকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তার প্রস্তুতি বেশ ভালোই হলো। ৭.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। তার দ্যুতি ছড়ানো পারফরম্যান্সে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘সাইফউদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। যথেষ্ট ভালো বল করেছে। আমাদের তরুণরা যদি এভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকে তাহলে সবার জন্য মঞ্চ উন্মুক্ত থাকবে।’
 


তবে পারফর্ম করার মঞ্চ পেয়েছিলেন জাতীয় দলের নতুন সেনানী ফজলে মাহমুদ রাব্বী। কিন্তু হাসেনি রাব্বীর ব্যাট। ওপেনিং নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলেন রাব্বী। জীবন পান ১ রানে। দ্বিতীয় জীবনেও ইনিংস বড় করতে পারেনি। এক বাউন্ডারিতে ৩৪ বলে করেন মাত্র ১৩ রান। তার পারফরম্যান্স নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘ও প্রথমবারের মতো জাতীয় দলকে (বিসিবি একাদশ) প্রতিনিধিত্ব করছে। আজ প্রথম ইনিংস খেলল। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম খেলছে সে। সেই হিসেবে মূল্যায়ন করলে হবে না। এটা শুধু একটা অভিজ্ঞতা। সামনে ওর জন্য একটা ক্যারিয়ার পড়ে আছে। আমার বিশ্বাস ও অবশ্যই ভালো করবে।’

ওয়ানডে দলের আরেক ক্রিকেটার আরিফুল হক নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকেন ৯ রানে, আর বোলিংয়ে ৩ ওভারে খরচ করেছেন ১৫ রান।

সব মিলিয়ে দলীয় পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ফল পেয়েছে বিসিবি একাদশ। তবে মূল কৃতিত্বটা ইবাদত ও সৌম্যর। ইবাদতের পাঁচ উইকেট আর সৌম্যর ১০২ রানে স্রেফ উড়ে গেছে জিম্বাবুয়ে।

 

 

রাইজিংবিডি/সাভার/১৯ অক্টোবর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়