ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হুমকি-নিরাপত্তার মধ্যে চলছে আফগানিস্তানে ভোটগ্রহণ

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হুমকি-নিরাপত্তার মধ্যে চলছে আফগানিস্তানে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের হুমকি উপেক্ষা করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ হবে বিকেল ৪টায়।

সংসদে ২৫০ আসনের জন্য অনেক নারীসহ প্রায় আড়াই হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনে নিরাপত্তার অভাবে প্রায় ৩০ শতাংশ ভোটকেন্দ্র বন্ধ রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় তালবানের হামলায় নিহত হয়েছেন ১০ প্রার্থী।

কান্দাহারে তালেবানের হামলায় প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিক নিহত হওয়ার পর সেখানে ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আবদুল রাজিককে গুলি করে হত্যা করে এক দেহরক্ষী। ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল স্কট মিলার।

তথ্য : বিবিসি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়