ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এখনও মিরপুরের উইকেট নিয়ে দুশ্চিন্তা!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনও মিরপুরের উইকেট নিয়ে দুশ্চিন্তা!

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’। মাশরাফি বিন মুর্তজার মুখ থেকে এমন কথা শুনে বিস্মিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই। বিস্মিত না হওয়ার কোনো উপায়ও যে নেই।

২০০৬ সালে মিরপুরের অভিষেক ওয়ানডেতে খেলেছেন মাশরাফি। এখন পর্যন্ত এ মাঠেই খেলেছেন ৬১ ওয়ানডে। তবুও তার কাছে মিরপুরে উইকেট ধাঁধার মতো। উইকেট কেমন হবে, কেমন ব্যবহার করবে তা নিয়ে এখনও দুশ্চিন্তায় থাকেন মাশরাফি! অন্তত তার কথায় তো এমনই মনে হলো। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামীকাল।

শনিবার সকালে অনুশীলনের আগে একবার এবং অনুশীলনের পর আবার উইকেট দেখেন মাশরাফি। উইকেট নিয়ে যে জুজু কাজ করছে তা বোঝা যাচ্ছিল স্পষ্ট। তাইতো সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি মাশরাফি, ‘মিরপুরের উইকেট আনপ্রেডিক্টেবল। এখানকার উইকেট সম্পর্কে ভবিষ্যতবাণী করা খুবই কঠিন।  কি জন্য? হঠাৎ করেই আচরণ বদলে ফেলে! উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে।

আপনারাও দেখেছেন হঠাৎ করে টার্ন বা বল নিচু হয়ে আসছে। তখন কিন্তু যারা ব্যাটিং করছে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হচ্ছে। বাইরে যারা থাকে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হয়। বিশেষ করে হাফের পরে (প্রথম ইনিংস) অন্যরকম আচরণ শুরু করে।’

 



আনপ্রেডিক্টেবল হলে নিজেদের অভ্যাসের কথা জানাতে ভুল করেননি অধিনায়ক, ‘আমরা অভ্যস্ত হয়ে গেছি।  বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়রা দশ বছর যাবত এই উইকেটে খেলছে। তো এই জায়গায় অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। ঘরোয়া ক্রিকেটেও যারা খেলছে অভ্যস্ত হয়ে গেছে।’

এ অভ্যস্ততার মধ্যে একটা সুবিধা অবশ্য দেখছেন মাশরাফি,‘আচরণ যখন বদলাতে থাকে তখন প্রতিপক্ষের জন্য একটু কঠিন হয়।’ মাঠে খেলায় নিজেদের দিনে বাংলাদেশ হারিয়েছে সেরা দলকে। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে সহজেই মাশরাফির দল। তাই সাফল্য ব্যর্থতার জন্য উইকেটকে কোনো অজুহাত হিসেবে দাড়া করাতে চান না মাশরাফি,‘এই মাঠে আমাদের রেকর্ড ভালো। আমি নিশ্চিত আমাদের ছেলেরা এতদিন খেলার পরে উইকেট নিয়ে এমন কোনো অজুহাত দিবে না যেটা আমাদের মনোবল নষ্ট করে। তবে হ্যাঁ ম্যাচের আগে উইকেট নিয়ে একটা মানসিকতা থাকা ভালো।’

উইকেট নিয়ে দুশ্চিন্তা থাকলেও মাশরাফি প্রত্যাশা করছেন ২৫০-২৬০ রান অন্তত হবে। তাহলে আগে ব্যাটিং করলে হারানো যাবে প্রতিপক্ষকে।



রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়