ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ কুইজের দুই পর্বের পুরস্কার বিতরণ করা হয়েছে। দুটি পর্বেই প্রথম পুরস্কার ছিল ওয়ালটনের এলইডি ৫৫ ইঞ্চি টেলিভিশন।

শনিবার বাংলাদেশ প্রতিদিনের সভাকক্ষে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার শেখ মো. আসলাম ও আবদুল গাফফার এবং শেখ রাসেলের নাইজেরিয়ান ফুটবলার রাফায়েল উদোভিন।

কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবলের অতীত গৌরব ও বর্তমান দূরবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন অতিথিরা। এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রার দিকটিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম তার বক্তব্যে বলেন, ‘আমাদের এই ধরনের আয়োজনগুলো খুবই প্রাণবন্ত হয়। কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে পাঠকদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়।’

বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা খুবই ভালো করছে। আমার বিশ্বাস, তারা একদিন বিশ্বকাপ খেলবেই।’

ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা এই ধরনের আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের পাশে থাকবে।

জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। ফুটবলের উন্নয়নে আমাদের কাজ করার দারুণ সুযোগ আছে। কেবল আলোচনা নয়, আমাদেরকে কাজ করে প্রমাণ দিতে হবে।’



তিনি কুইজ প্রতিযোগিতাকে একটি দারুণ উদ্যোগ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এখানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করে। ফুটবল যে এদেশের মানুষের প্রিয় খেলা এটা তো তারই প্রমাণ।’

প্রাক্তন ফুটবলার আবদুল গাফফার বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা করে বলেন, ‘আমি প্রতিদিনই এই পত্রিকাটি পড়ি। কারণ, এখানে বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায়।’

তিনি বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আবদুল গাফফার বলেন, ‘বাংলাদেশের মেয়েরা গ্রাম থেকে উঠে এসে দারুণ খেলছে। আশা করি, তারা আরো ভালো খেলবে।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের নাইজেরিয়ান ফুটবলার রাফায়েল উদোভিন বলেন, ‘গত মৌসুমটা শেখ জামালে আমার দারুণ কেটেছে। আশা করি, এবার শেখ রাসেলের হয়ে চ্যাম্পিয়ন হতে পারব।’

তিনি প্রিমিয়ার লিগের ইতিবাচক দিকটি তুলে ধরে বলেন, ‘এখানে অনেক বিদেশি ফুটবলার আছে। এবার অনেক চ্যালেঞ্জিং হবে লিগ।’

ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে অতীতেও ছিলাম, বর্তমানে আছি আর ভবিষ্যতেও থাকব।’

ওয়ালটনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার (পিআর অ্যান্ড মিডিয়া) আরজু হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপদেষ্টা (মার্কেটিং) কামরুল হক শামীম, নিউজ এডিটর কামাল মাহমুদ, চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, নগর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মনোয়ার হক, জিএম (হেড অব ডিপার্টমেন্ট) মাসুদুর রহমান এবং জিএম (হেড অব ডিপার্টমেন্ট) মন্টু।

বিজয়ীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কারজয়ী আশরাফুদ্দিন বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন আমার খুবই ভালো লাগে। বিশেষ করে ‘সাবধান বাংলাদেশ’ সিরিজটি খুবই ভালো। এটা আমাদেরকে সতর্ক থাকতে অনুপ্রেরণা যোগায়।’




রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়