ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তরুণ সাইফউদ্দিনের প্রশংসায় ইমরুল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণ সাইফউদ্দিনের প্রশংসায় ইমরুল

ক্রীড়া প্রতিবেদক: প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় ১৩৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মিরাজের আউটের পর বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে সেই চাপকে বেশ ভালো ভাবেই সামাল দিয়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস। গড়েন সপ্তম উইকেটে রেকর্ড রানের জুটি। ব্যাট হাতে এমন ভূমিকার জন্য তরুণ সাইফউদ্দিনের জন্য প্রশংসা ঝরেছে ইমরুলের কণ্ঠে।

মিরপুরে ইমরুল ও মোহাম্মদ সাইফউদ্দিনের সপ্তম উইকেট জুটিতে এসেছে ১২৭ রান। সপ্তম উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড। এরআগে ২০১০ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম জুটির ১০১ রান ছিল আগের রেকর্ড। রেকর্ড গড়ার পথে হাফ সেঞ্চুরির দেখা পান সাইফউদ্দিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই সাইফউদ্দিনের প্রশংসা করে গতকাল ইমরুল বলেন, ‘সাইফউদ্দিন অনেক দিন পর দলে ফিরেছে। ওই পরিস্থিতিতে যেভাবে ব্যাট করেছে, অবশ্যই ওকে কৃতিত্ব দেব। তরুণ একটা ছেলে, চাপটা খুব ভালো সামলেছে। আমি ওর সঙ্গে খেলার সময় কথা বলছিলাম অনেক। শুরুতে একটু নার্ভাস ছিল, পরে ঠিক হয়ে গেছে।’

আগামী বুধবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়