ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাঙা হাতে ক্যামেরাবন্দি মেসি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাঙা হাতে ক্যামেরাবন্দি মেসি

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে গত শনিবার চোটে পড়েন মেসি। ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরেছে আর্জেন্টাইন সুপারস্টারের। সে কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। চোটে পড়ার পর এবার ভাঙা হাত নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন বার্সেলোনা তারকা।

সোমবার স্লিংয়ে জড়ানো মেসির প্লাস্টার করা হাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিতে মেসি ছাড়াও স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো, লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোকে দেখা গেছে।

ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময়ের কথা শোনা গেলেও চোট থেকে দ্রুতই সেরে উঠছেন মেসি। তবে বার্সেলোনার গুরুত্বপূর্ণ সময়টাতে দলের সবচেয়ে সেরা তারকাকে পাচ্ছেন না কোচ আর্নেস্তো ভালভার্দে।

ইনজুরির তিন সপ্তাহ সময়ে মেসি মিস করবেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষের ম্যাচ। এছাড়া লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে ৫টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। সবচেয়ে বড় কথা ২০০৭ সালের ২৩ ডিসেম্বরের পর এই প্রথম মেসিকে এল ক্লাসিকোতে দেখতে পাবে না ভক্তরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়