ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভাবনায় শিশির, খেলতে পারে চার পেসার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ২৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাবনায় শিশির, খেলতে পারে চার পেসার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: পরপর দুই রাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির বাংলাদেশের কোচ স্টিভ রোডস!

গত পরশু চট্টগ্রামে পৌঁছার আগেই কোচ জানতে পারেন দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে শিশির।  মাঠের খেলায় ব্যাট-বলের দাপটের থেকে শিশির বেশি দাপট ছড়াবে। মোটামুটি একটা ধারণা ঢাকা থেকে নিয়ে গেয়েছিলে তিনি। রাতে মাঠের অবস্থা দেখতে সোমবার চট্টগ্রামে পৌঁছে স্টেডিয়ামে হাজির রোডস।

মঙ্গলবারও একই পরীক্ষায় রোডস। সন্ধ্যার পর স্টেডিয়ামে হাজির টাইগার কোচ। দুই রাতের পরীক্ষা শেষে তিনি বুঝে উঠেছেন, শিশির হতে পারে বড় নিয়ামক। তাইতো দ্বিতীয় ওয়ানডেতে টসের গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে।

টস জিতে যারা আগে ফিল্ডিং করবে তারা নিশ্চিতভাবেই বেনিফিট পাবে। দ্বিতীয় ইনিংসে বল গ্রিপ করতে পারবেন না স্পিনাররা। পেসারদেরও একই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষকে সামলানোর থেকে শিশির নিয়েই বেশি ভাবতে হবে দলকে।



স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ধারণা দিলেন, সন্ধ্যার পর থেকে পুরোদমে শিশির পড়া শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং একটা সময়ে মাঠে চলাচল করাও ‘অনুপযোগী’ হয়ে পড়ে।’ এমন সমস্যার কারণে মঙ্গলবার স্টেডিয়ামের আউটফিল্ডে এক ফোঁটা পানিও দেওয়া হয়নি। স্টেডিয়ামকে শুকনো রাখা হয়েছে। কিন্তু রাতের শিশির ভিজিয়ে গেছে পুরো মাঠ।

এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টস। টস জিতলে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফিল্ডিং করবে। তবে টস হারলেও পরিকল্পনা রাখছে টিম ম্যানেজম্যান্ট। শিশির ভাবনায় একজন কম স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা দলের। সেক্ষেত্রে নাজমুল ইসলাম অপুকে দলের বাইরে যেতে হতেও পারে। চতুর্থ পেসার হিসেবে দলে ঢুকতে পারেন রুবেল হোসেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ অক্টোবর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়