ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

টটেনহামকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টটেনহামকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দশ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। লিভারপুলেরও সমান ২৬ পয়েন্ট, তবে গোল পার্থক্যে সিটির চেয়ে পিছিয়ে দুইয়ে আছে তারা।

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন সাবেক লেস্টার সিটি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু ডেভিড সিলভা ও স্টার্লিং সুযোগ নষ্ট করেন। এ ছাড়া সার্জিও আগুয়েরোর দুটি প্রচেষ্টা রুখে দেন টটেনহামের গোলরক্ষক হুগো লরিস।

টটেনহাম খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। দশ মিনিট বাকি থাকতে নিজেদের সেরা সুযোগটা পেয়েছিল তারা। ডেলে আলীর পাস থেকে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মেরে সুযোগটা নষ্ট করেন এরিক লামেলা।

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ছয় ম্যাচে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখল সিটি। আর প্রথম দশ ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র তিনটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দশ ম্যাচে তাদের চেয়ে কম গোল হজমের রেকর্ড আছে মাত্র একটি, ২০০৪-০৫ মৌসুমে চেলসির দুই গোল।



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়