ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হতাশ তনুশ্রী

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাশ তনুশ্রী

তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এক সময় সিনেমার পর্দায় নিয়মিত থাকলেও হঠাৎ আড়ালে চলে যান তিনি। সম্প্রতি আবারো আলোচনায় আসেন তনুশ্রী। তবে কোনো সিনেমায় অভিনয়ের জন্য নয়, বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন শুরু করে বলিপাড়ায় হইচই ফেলে দেন এই সাবেক মিস ইন্ডিয়া।

তনুশ্রীর পর বলিউডের অনেকেই নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা আপত্তিকর ঘটনা তুলে ধরতে শুরু করেন। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন ধীরে ধীরে জোরালো হতে থাকে এবং বেরিয়ে আসে অনেকের নাম। তবে তনুশ্রী মনে করেন, অনেক অভিনেত্রীই এখনো মুখ খোলেননি এবং এজন্য বেশ হতাশ হয়েছেন আশিক বানায়া আপনে অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে তনুশ্রী দত্ত বলেন, ‘সবাই মেনেই নিয়েছিল, পুরুষরা আপত্তিকর আচরণ করবে আর নারীরা কোনো অভিযোগ ছাড়াই তা সহ্য করবে। সৌভাগ্যক্রমে, নতুন প্রজন্ম এর প্রতিবাদ করছে এবং পুরুষতান্ত্রিক এ চিন্তা একসময় দূর হবে। অভিযুক্তদের বিভিন্ন প্রজেক্ট থেকে বাদ দেয়া হচ্ছে এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের কাজে নিচ্ছে না। তবে এটি হতাশাজনক যে অনেক অভিনেত্রীই এ বিষয়ে মুখ খোলেননি। সারা ভাস্কর ও কঙ্গনা রাণৌতের কিছু ঘটনা ঘুরে ফিরে এসেছে কিন্তু বাকিগুলো হারিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘এই আন্দোলন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। সত্যি বলতে, প্রাথমদিকে আন্দোলনটি যতটা জোরালো ছিল ধীরে ধীরে তা কমেছে, তবে বিষয়টি মানুষের মনে থাকবে এবং ইন্ডাস্ট্রি পরিষ্কার হবে। বলিউডে আন্দোলনটি শুরু হয়েছে এবং যে সকল নারীরা মনে করেছিল তারা কখনই কথা বলতে পারবে না সামনে এগিয়ে এসেছে।’

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে থানায় করা তার অভিযোগ খুব বেশি অগ্রগতি পাচ্ছে না এবং এতে করে এই সকল বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে নারীরা নিরুৎসাহীত হবে বলে মনে করছেন এই অভিনেত্রী। তনুশ্রী বলেন, ‘এই মামলাটি প্রায় দশ বছর ধরে চলছে এবং সমাজের মানুষ ভিকটিমকেই দোষারোপ করছে। এমনকি আমার এ মামলার জবানবন্দি দিতে চার ঘণ্টা সময় লেগেছে। এরপর আমাকে নিয়ে বিদ্রূপ করা হয়েছে, আইনি নোটিশ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়