ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিউলে ডরমিটরিতে আগুন, নিহত ৭

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিউলে ডরমিটরিতে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ডরমিটরিতে অগ্নিকান্ডে অন্তত সাতজন নিহত হয়েছে এবং ১১ জন দগ্ধ হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশ দিনমজুর বা হকার। তাদের সবারর বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে।

ওই ভবনের পাশে বসবাস করা ৬১ বছরের এক ব্যবসায়ী সংবাদ সংস্থাকে বলেন, ‘আমি চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই।’

ভবনটিতে প্রায় ৫০ জন অবস্থান করছিল। কর্মকর্তারা জানান নিহতের সংখ্যা বাড়তে পারে।



স্বল্প আয়ের লোকজন জরাজীর্ণ এ ভবনে ছোট ছোট কক্ষে মেস করে থাকতেন। ভবনটি অনেক পুরাতন এবং এটি বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল।

ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা  ওন হিয়োক-মিন সাংবাদিকদের জানান, ভবনের তিন তলায় আগুন লাগার পর বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসতে পারেনি। বের হওয়ার দরজার পাশে আগুন লাগায় তারা বের হতে পারছিল না।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়