ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রিপল সেঞ্চুরি ইম্পসিবল না : মুশফিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রিপল সেঞ্চুরি ইম্পসিবল না : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : একটা সময় ডাবল সেঞ্চুরি মনে হতো দূরের ধ্রুবতারা। যাকে ধরা যাবে না, ছোঁয়াও যাবে না। অরাধ্য! সত্যিই তা অরাধ্য?

২০০০ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশ প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পায় ২০১৩ সালে। মুশফিকুর রহিমের হাত ধরে শ্রীলঙ্কার মাটিতে আসে ডাবল সেঞ্চুরি। এরপর ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম করেছিলেন ২০৬ রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে সাকিবের ব্যাট থেকে আসে ২১৭ রান। আজ আবারও মুশফিক করলেন ২১৯ রান।

পাঁচ বছরে বাংলাদেশ পেয়েছে চার ডাবল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন দৌড়াতে শিখেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন ‘প্রাপ্ত বয়স্ক।’ দুই ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম মনে করেন, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের পক্ষে ট্রিপল সেঞ্চুরিও করা সম্ভব। মনের গভীরে এমন বিশ্বাস নিয়েইতার বসবাস। রোজ স্বপ্ন দেখেন এমন দিনের, এমন কীর্তির!

ট্রিপল সেঞ্চুরি কবে হবে? এমন প্রশ্নের উত্তরে শুরুতে হাসলেন। পরমুহূর্তেই নিজের নিজের বিশ্বাসের কথা জানালেন আত্মবিশ্বাস নিয়ে, ‘আমি আমার নিজের ভেতরে এটা বিশ্বাস করি। প্রথমে যখন ২০০ করেছি, তখন মনে হয় নাই এটা প্রথম বা আবার কবে মারব। নিজের ওপর ওরকম বিশ্বাস ছিল না। এখন এটা পাওয়ার পর আমার বিশ্বাস একটু হলেও ফিরে এসেছে। এরকম আরও বড় অবদান সামনে রাখতে পারব। আমার মনে হয় আমাদের টপ অর্ডারদের কারও জন্য এটা ইম্পসিবল না।’

২১৯ রানের অনবদ্য ইনিংস খেলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। হয়তো কোনো দিন মুশফিকের হাত ধরেই আসবে ট্রিপল সেঞ্চুরি কিংবা তারও বেশি।সীমানা ছাড়িয়ে মুশফিকের দৃষ্টি।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়