ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী - ৯

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী - ৯

গোপালগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে বিএনপির ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ৫ জন, গোপালগঞ্জ-২ আসনে তিনজন ও গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী রয়েছেন।

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. শরফুজ্জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু ও বিএনপি নেতা মঈনুল ইসলাম হিটু।

গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন, জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ডা: কে এম বাবর ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার।

গোপালগঞ্জ-৩ আসনে একমাত্র ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি বর্তমানে জেলে থাকায় তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম শরফুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। দল আমাকে নমিনেশন দিলে ভাল ফলাফল করার আশা করছি।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিএনপির মনোনয়ন নিয়ে এর আগেও আমি নির্বাচন করেছি। এটা আওয়ামীলীগের ঘাঁটি হলেও সম্মানজনক অবস্থান ধরে রাখতে পারব।’

জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আশা করি দল আমাকে নমিনেশন দিবে। তারপরেও আমি না পেলে দল যাকে দিবে আমি তার পক্ষে কাজ করব।’




রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ নভেম্বর ২০১৮/বাদল সাহা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়