ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারসাম্য আনতে বিসিএলেও খেলোয়াড় ড্রাফট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারসাম্য আনতে বিসিএলেও খেলোয়াড় ড্রাফট

ক্রীড়া প্রতিবেদক: বিপিএল দিয়ে বাংলাদেশ ক্রিকেটে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ অধ্যায়ের যাত্রা শুরু। এরপর জায়গা করে নেয় ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগে। এবার প্লেয়ার্স বাই চয়েজ শুরু হলো প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।

জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ ক্রিকেটারকে নিয়ে ২১ নভেম্বর থেকে শুরু হবে বিসিএল। আজ হয়ে গেল বিসিএলের ড্রাফট। হুটহাট বিসিএলে ড্রাফট কেন তা ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু বিসিবির টুর্নামেন্ট কমিটির কেউই ড্রাফট নিয়ে বিস্তারিত জানাতে অপরাগ! তাইতো চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শনিবার ড্রাফট হলো গোপনে। বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফট হয় ঢাকঢোল পিটিয়ে। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট হলো নিরবে, মিডিয়া ডাইনিং রুমে!



ড্রাফট কেন জানতে চাইলে বিসিবি নর্থ জোনের দায়িত্ব পাওয়া খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘এটা টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত।’ একই সুর ওয়ালটন সেন্ট্রাল জোনের কোচ জাফরুল এহসানের। তবে তিনি বিষয়টিকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘আমি ইতিবাচক হিসেবে দেখছি। ভালো খেলোয়াড় এখানে খেলবে। দূর্বল যে জোন আছে তারা ভালো খেলোয়াড় নিয়ে খেলাতে পারবে। বেশি স্ট্রং দল থাকলে দেখা যায় যে ভালো খেলোয়াড় বসে আছে। এখন মনে হয় তারা প্রত্যেকেই খেলতে পারবে।’

ড্রাফটের সুবিধার কথা বিস্তারিত বলেছেন পাইলট, ‘এক্ষেত্রে প্রতিটি দলে ভারসাম্য আসে। বাংলাদেশের সর্বোস্তরের খেলোয়াড়দের কথা যদি বলা হয়, বেশিরভাগ খেলোয়াড় সাউথ এবং নর্থ জোন থেকে আসে এবং তারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। সেক্ষেত্রে সাউথ এবং নর্থ কিন্তু বিসিএলে ভালো পারফর্ম করে। সাউথের ম্যাক্সিমাম খেলোয়াড় জাতীয় দলে খেলে। জাতীয় দলে তারা ডাক পেলে সাউথ জোন আবার দূর্বল হয়ে যায়। ওই কারণে বিসিবি চিন্তা করেছে টুর্নামেন্ট যেন সুন্দর হয়। দলগুলোতে যেন ভারসাম্য থাকে। সেজন্য এ চিন্তা করেছে। ড্রাফটের মাধ্যমে এখন দলগুলো ভালো দল করতে পেরেছে।’



ইসলামী ব্যাংক ইষ্ট জোনের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত মনে করেন ড্রাফটের মাধ্যমে দলগুলো ব্যালেন্স হয়েছে। সপ্তম আসর থেকে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস তার, ‘এখানে এখন সবাই সমান। ডাকের উপর ভিত্তি করে ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজিয়েছে। জাতীয় ক্রিকেট লিগের টপ খেলোয়াড়রা খেলে। তাই প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই হয়। এবার দলগুলো ব্যালেন্স হওয়াতে প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি হবে।’

বিসিএল মানেই জোন ভিত্তিক টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের ঢাকা মেট্রো ও ঢাকা ডিভিশন নিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। ঠিক সেরকম বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন, রংপুর ও রাজশাহী নিয়ে বিসিবি নর্থ জোন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ নিয়ে ইসলামী ব্যাংক ইষ্ট জোন। কিন্তু এবার জোন ভিত্তিক লড়াই থেকে বেরিয়ে আসছে।



ফ্রাঞ্চাইজিগুলো গতবারের দল থেকে সর্বোচ্চ ছয়জন রিটেইন করতে পেরেছে। বাকিদের নেওয়া হয়েছে ড্রাফট থেকে। ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ম্যাচে থাকবেন সর্বোচ্চ ১৫ খেলোয়াড়।




রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়