ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চোটে পড়েছেন রাকিটিচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোটে পড়েছেন রাকিটিচ

ইভান রাকিটিচ

ক্রীড়া ডেস্ক : মিডফিল্ডার ইভান রাকিটিচ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

উয়েফা নেশনস লিগে গত বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার ৩-২ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন রাকিটিচ।

৩০ বছর বয়সি এই মিডফিল্ডার রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাবেন না বলে আগেই নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার কোচ।

শনিবার পরীক্ষা-নিরীক্ষার পর বার্সেলোনা জানায়, রাকিটিচ তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তবে সেরে উঠতে কতদিন লাগবে, তা জানায়নি তারা।

বার্সেলোনার পরের ম্যাচে আগামী ২৪ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে এমনিতেই খেলতে পারবেন না রাকিটিচ। আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ৪-৩ গোলে হারের লড়াইয়ে দুই হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

২৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন রাকিটিচ। যদিও বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন বলে মনে হয় না।

এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহ লেগে যায়। পিএসভির বিপক্ষে না ফিরলে এর কয়েক দিন পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন রাকিটিচ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়