ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারল বাংলাদেশের মেয়েরা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হতাশা বাড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে তলানিতে থেকে শেষে করেছে টাইগ্রেসরা।

গ্রুপের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশি  মেয়েরা।  টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ৭৯ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতার ফলে গ্রুপের শেষ ম্যাচে ৩০ রানে হারে বাংলাদেশ দল।

ব্যাটিং ব্যর্থতার টুর্নামেন্টে ৭৯ রানই চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান। তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার  শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪। তবে শেষে দিকে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি প্রোটিয়া মেয়েরা।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান অধিনায়ক সালমা খাতুন। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা। এছাড়া খাদিজাতুল কোবরা পান ২টি উইকেট। ১টি করে উইকেট পান রুমানা আহমেদ ও নাহিদা আক্তার।

১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেট ধরে রাখলেও ওভারের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার ৮ করতে বল খেলেছেন ২২টি। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪০ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন রুমানা আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ফারজানা হক।




রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়