ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭৮৬টি মনোনয়নপত্র বাতিল

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৮৬টি মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ৭৮৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কমকর্তারা। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৭৯ জন।

রোববার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল আজ।



এবার সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়। সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়ে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন চারটি মনোনয়নপত্র জমা পড়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়