ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৫ জেলায় ওয়ালটনসহ ১৪৪ প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ জেলায় ওয়ালটনসহ ১৪৪ প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা

এম এ রহমান মাসুম : সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করে তৃতীয়বারের মতো সেরা ভ্যাটদাতা নির্বাচিত হলো দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এবার জেলা পর্যায়ের ২৫টি ওয়ালটন প্লাজা তিন ক্যাটগারিতে সেরা ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে।

এর আগে ২০১৭ সালে ২৭ জেলার ওয়ালটন প্লাজা সেরা ভ্যাটদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। ২০১৬ সালে জেলা পর্যায়ে সর্বোচ্চ ২৯টি ওয়ালটন প্লাজা সেরা মূসক বা ভ্যাটদাতা নির্বাচিত হয়েছিল।

২০১৬-১৭ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে ১৩৫টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করা হয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআরের মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব কাঞ্চন রানী দত্তের সই করা পৃথক পৃথক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৮ নভেম্বর জারি করা আদেশে বলা হয়েছে, সরকার কর্তৃক ঘোষিত সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত) বিধান অনুয়ায়ী ২০১৬-১৭ অর্থবছরের হিসেবে মূসক প্ররিশোধকারী প্রতিষ্ঠানসমূহের নামের তালিকা প্রকাশ করা হলো।

জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা হলো- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডস, হবিগঞ্জ গ্যাস ফিল্ডস, কুমিল্লার শ্রীকাইল গ্যাস ফিল্ড, ঢাকার ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ঢাকার টিইউভি এসইউডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড, গাজীপুরের এসসি জনসন প্রাইভেট লিমিটেড, ঢাকার ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রামের কেসিজে অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড।

অন্যদিকে, ২০১৬-১৭ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে ওয়ালটনসহ ১৩৫টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে এনবিআর।

২০১৬-১৭ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ওয়ালটন প্লাজাগুলো হলো- কুমিল্লার চকবাজারের ওয়ালটন প্লাজা, কুষ্টিয়ার এনএস রোডের ওয়ালটন প্লাজা, কুড়িগ্রামের বাজার রোডের ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ গৌরঙ্গী ডিসি রোডের ওয়ালটন প্লাজা, চাঁদপুরের মুক্তিযোদ্ধা সড়কের ওয়ালটন প্লাজা, টাঙ্গাইলের আদালত রোডের ওয়ালটন প্লাজা, দিনাজপুরের গণেশতলার ওয়ালটন প্লাজা, নওগাঁ নজিপুর বাসস্ট্যান্ডের ওয়ালটন প্লাজা, নাটোরের কানাইখালীর ওয়ালটন প্লাজা, নেত্রকোনার মোক্তারপাড়া ওয়ালটন প্লাজা, নোয়াখালীর মাইজদীর ওয়ালটন প্লাজা,  পাবনার সদরের ওয়ালটন প্লাজা, ফেনী এসএসকে রোডের ওয়ালটন প্লাজা,  বাগেরহাটের পৌরসভা রোডের ওয়ালটন প্লাজা, ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোডের ওয়ালটন প্লাজা, ভোলা সদর রোডের ওয়ালটন প্লাজা, মেহেরপুরে হোটেল বাজারের ওয়ালটন প্লাজা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেসার্স ওয়ালটন প্লাজা, রংপুর স্টেশন রোডের ওয়ালটন প্লাজা,  রাজশাহীর সাহেব বাজারের ওয়ালটন প্লাজা, শেরপুরের মুন্সি বাজারের ওয়ালটন প্লাজা, সাতক্ষীরার পলাশপোলের ওয়ালটন প্লাজা, সিরাজগঞ্জের আমির প্লাজার ওয়ালটন প্লাজা, সুনামগঞ্জ সদরের ওয়ালটন প্লাজা ও পঞ্চগড়ের তেঁতুলিয়া রোডের ওয়ালটন প্লাজা।

তালিকাটি দেখতে ...



রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়