ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ন্যায়বিচার পেলে খালেদা জিয়া প্রার্থিতা পাবেন’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ন্যায়বিচার পেলে খালেদা জিয়া প্রার্থিতা পাবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক : আপিলে ন্যায়বিচার পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রার্থিতা পাবেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির অধিকাংশ প্রার্থীর আপিলে ন্যায় বিচার পাওয়া একধরনের বিজয়। ন্যায়বিচার পেলে বেগম খালেদা জিয়াও প্রার্থিতা পাবেন। নির্বাচন কমিশন আপিলে ন্যায়বিচার করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনে নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করতে হবে।’

বিভিন্ন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি উনার (কাদের) বিষয়ে কিছু বলতে চাই না। কারণ, তিনি উনার দলের চেয়ে বিএনপি নিয়ে বেশি কথা বলেন। তিনি তো বলেছিলেন আমরা প্রার্থী পাবো না। কিন্তু আমরা তো সারাদেশে ৮০০ প্রার্থী দিয়েছি।’



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়