ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধারাবাহিকতা বা চাপ নিয়ে ভাবছেন না লিটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধারাবাহিকতা বা চাপ নিয়ে ভাবছেন না লিটন

ক্রীড়া ডেস্ক: টেস্টে শতভাগ সাফল্যের পর এবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম শক্তিশালী দল উইন্ডিজকে এই ফরম্যাটেও হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। ওয়ানডে যুদ্ধে নামার আগে আজ মিরপুরে কথা বলেছেন লিটন দাস।

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজেদের ভালোই জানান দিয়েছেন বাংলাদেশি ওপেনাররা। সৌম্য সরকারের সঙ্গে শেষ টেস্টে চমক দেখিয়েছেন নবাগত সাদমান ইসলাম।এর আগে ব্যাট হাতে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ইমরুল কায়েসও। দলে ওপেনাদের এমন সরব উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন লিটন কুমার দাস।

টপ অর্ডারের প্রতিযোগিতা নিয়ে আজ মিরপুরে লিটন বলেন, ‘ আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।’

দলের আরো তিন ওপেনারের সঙ্গে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে রয়েছেন লিটন। তবে একাদশে ডাকের চ্যালেঞ্জ নিয়ে তার বক্তব্য, ‘আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেই চেষ্টা করব।’

ঢাকা টেস্টে উইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়ে ভূমিকা ছিল লিটন দাসেরও। ওই ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। তবে ব্যাট মাঝে মাঝে জ্বলে উঠলেও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই। মিরপুরে ধারাবাহিকতার প্রশ্ন উঠতেই সাংবাদিকদের লিটন বলেন, ‘মাথার ভেতর ধারাবাহিকতা বা এরকম কিছু কাজ করছে না। টেস্ট খেললাম মাত্র। তিনটি টেস্ট খেলেছি। তার পর ওয়ানডে আসছে। চেষ্টা করব পারফর্ম করার। ধারাবাহিকতা বা চাপ, এসব নিয়ে ভাবছি না।’

টেস্টে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও মাটিতেই পা রাখতে চাইছেন টাইগাররা। ঘরের মাঠ হলেও ওয়ানডেতে নিজেদের ফেবারিট মানতে রাজি নন লিটন দাস। এ প্রসঙ্গে ডানহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘ফেবারিট বলব না আমরা। ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ ওয়ানডেতে ওরা শক্তিশালী দল। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জেতার। দেশের মাটিতে খেলা, এ জন্য হয়তো আমরা  একটু সুবিধা আমরা পেতে পারি।




রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়