ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফটিকছড়িতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী পেয়ারুল

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফটিকছড়িতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী পেয়ারুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি। কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে থেকে গেছেন ফটিকছড়ি উপজেলার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি দলীয় মনোনীত প্রার্থীকে সমর্থন দেননি। প্রত্যাহার করেননি নিজ মনোনয়নপত্রও। এ টি এম পেয়ারুল ইসলাম নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ চায় আমি নির্বাচনে থাকি।’

আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পেয়ারুল ইসলামকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চিঠি দিলেও তিনি সেই চিঠি উপেক্ষা করেছেন।

ফটিকছড়িতে দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা আপেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সোমবার থেকেই মাঠে থাকবেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহিরী বলেন, ‘ফটিকছড়ির জনগণ এখন নজিবুল বশর মাইজভাণ্ডারিকে চায় না। আমরা নজিবুল বশরের পক্ষে নেই। তার পক্ষে কাজ করা সম্ভব নয়। জোটগতভাবে দল তরিকত ফেডারেশনের নজিবুল বশরকে মনোনয়ন দিলেও ফটিকছড়ির মানুষ এ টি এম পেয়ারুল ইসলামের পক্ষেই কাজ করবে।’



রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ ডিসেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়