ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটন প্রথম বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট বুধবার শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন প্রথম বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট বুধবার শুরু

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট-২০১৮।’ নৌবাহিনীর সদরদপ্তর স্কোয়াশ কমপ্লেক্স ও গুলশান ক্লাবে ৭দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার দুপুরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল, সদস্য হেদায়েতউল্লাহ খান তুর্কী, ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ওয়ালটন বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে। সেগুলো হল প্রিমিয়ার বিভাগ, ‘এ’ বিভাগ, ‘বি’ বিভাগ, অনূর্ধ্ব-১৭, মহিলা বিভাগ ও মাস্টার্স বিভাগ (উর্ধ্ব-৪৫)। এর মধ্যে কেবল প্রিমিয়ার বিভাগে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। অন্যান্য বিভাগে ট্রফি ও মেডেল দেওয়া হবে। প্রিমিয়ার বিভাগে দেশসেরা ১০ থেকে ১২ জন খেলোয়াড় অংশ নিবে। সব মিলিয়ে ছয়টি বিভাগে ১০০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে।



সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা আসলে বলতে গেলে সবগুলো ফেডারেশনের সঙ্গেই কাজ করেছি। যে গুটিকয়েট  ফেডারেশনের সঙ্গে কাজ করা হয়নি তাদের মধ্যে স্কোয়াশ অন্যতম। এবার তাদের সঙ্গেও সম্পৃক্ত হয়েছি। আশা করব অন্যান্য ফেডারেশনের মতো স্কোয়াশেও ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং স্কোয়াশ ফেডারেশনের সঙ্গেও আমাদের সম্পর্ক আরো গভীর হবে। অন্যান্য খেলাধুলার মতো স্কোয়াশকেও আমরা এগিয়ে নিতে চাই।’

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল বলেন, ‘ওয়ালটন গ্রুপ প্রথমবারের মতো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সে জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কারণ, স্কোয়াশে পৃষ্ঠপোষকতা পাওয়া সহজ নয়। আশা করব ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিনেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়