ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভুল শুধরে সিরিজ জয়ের আশা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল শুধরে সিরিজ জয়ের আশা

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কাজটা মিরপুরে সেরে ফেলতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো শোধরাতে পারলে সিলেটে সিরিজ জেতা সম্ভব হবে।

মিরপুরে মঙ্গলবার বাংলাদেশকে ৪ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচে নির্ধারণ হবে সিরিজ।

খেলা যেহেতু নিজেদের মাটিতে, সুযোগটা কাজে লাগাতে চান মাশরাফি, ‘সব সময় ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে সিরিজ জিতে গেলে সুবিধা বেশি থাকে। আত্মবিশ্বাসের লেভেলও ভালো থাকতো। এখন ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসের লেভেলও ভালো থাকবে। তবে এমন পরিস্থিতি আগেও হয়েছে, আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখনো আমি মনে করি আমাদের ঘরের মাঠে খেলা, সুযোগটা আমাদের নিতে হবে, চেষ্টা করতে হবে। শিশির একটু বেশি থাকবে ওখানে। আজকে তো শিশির ছিলই না এখানে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

‘অবশ্যই আমি মনে করি, সেই দাপট নিয়েই খেলা উচিত। আজকের ম্যাচটা অবশ্যই হতাশাজনক, আমরা হেরেছি। একই সঙ্গে কিছু ইতিবাচক ব্যাপার ছিল যেখানে আমরা একটু ভালো করলে ম্যাচটা বের করে নিতে পারতাম। সেই ভুলগুলো ঠিক করলে অবশ্যই পরের ম্যাচে আমাদের জেতা সম্ভব। এখানে যা খেলেছি তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সিলেটে যতটুকু খেলেছি সেখানে উইকেট অনেক ভালো হয়। আমাদের ব্যাটিং, বোলিংয়ে আরো উন্নতি করতে হবে’- বলেন অধিনায়ক।

সিলেটে এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটিই হেরেছে বাংলাদেশ। বছরের শুরুতে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টিতে হারের পর কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে হেরেছে টেস্টে। এবার ওয়ানডেতে চিত্র পাল্টায় কি না, দেখার অপেক্ষা সেটিই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়