ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চতুর্থ দিনে পিডিবি, পুলিশ, নৌ ও বিমান বাহিনীর জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ দিনে পিডিবি, পুলিশ, নৌ ও বিমান বাহিনীর জয়

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৮’। আজ বুধবার প্রতিযোগিতার চতুর্থ দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

‘ক’ গ্রুপের পঞ্চম খেলায় বাংলাদেশ পুলিশ ২৫-১৮, ২৫-১৩, ২৫-২৩ পয়েন্টে (৩-০ সেটে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে পরাজিত করে। ‘খ’ গ্রুপের সপ্তম খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২৫-১০, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে (৩-০ সেটে) বিকেএসপিকে পরাজিত করে। ‘ক’ গ্রুপের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২৫-০৯, ২৫-০৭, ২৫-১০ পয়েন্টে (৩-০ সেটে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে পরাজিত করে। আর ‘খ’ গ্রুপের অষ্টম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৩-১ ব্যবধানে তিতাস ক্লাবকে হারায়।

আগামীকাল বৃহস্পতিবার ‘খ’ গ্রুপের ম্যাচে সকাল ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ আনসার। আর দুপুর আড়াইটায় ‘খ’ গ্রুপের ম্যাচে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও তিতাস ক্লাব মুখোমুখি হবে।

এবারের এই প্রতিযোগিতায় ৯টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ‘খ’ গ্রুপে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।



প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফি, মেডেল ও ২০ হাজার, রানার্স-আপ দল ট্রফি, মেডেল ও ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী দল ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার বেস্ট অ্যাটাকার, বেস্ট সেটার, বেস্ট ব্লকার ও বেস্ট লিবারোকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।




রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়