ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ডু অর ডাই’ ম্যাচ বলেই আশাবাদী মিরাজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডু অর ডাই’ ম্যাচ বলেই আশাবাদী মিরাজ

ইয়াসিন হাসান, সিলেট থেকে : পরিস্থিতি অনেকটা বছরের মাঝামাঝি সময়ের ওয়েস্ট ইন্ডিজ সফরের মতোই। প্রথম ওয়ানডেতে দারুণভাবে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে বসে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আবার জয়, সিরিজ বাংলাদেশের। ওই সাফল্য ছিল নজরকাড়া। বছরের শেষ প্রান্তে এবার নিজেদের মাটিতে কী হবে, সেটাই দেখার।

সেবার টেস্ট সিরিজ হারের পর বাংলাদেশ জিতেছিল ওয়ানডে সিরিজ। এবার টেস্ট সিরিজ নিজেদের হাতের মুঠোয়। তাই কোনোভাবেই ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে রাজী নন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভালো শুরু করেছিল বাংলাদেশ। দলের অন্যতম সেরা তিন তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম- তিনজনই পেয়েছিলেন হাফ সেঞ্চুরির স্বাদ। কিন্তু তাদের ইনিংস বড় হয়নি বলে বড় হয়নি বাংলাদেশের পুঁজিও। বল হাতে শেষ পর্যন্ত লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু একাধিক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং ও কয়েক ওভারের নড়বড়ে বোলিংয়ে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ম্যাচটি তাই ‘ডু অর ডাই’। হারলে সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজ থাকবে ঘরের শোকেসে। মিরাজকে আশা দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচ। ১-১ সমতায় থাকার পর সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলাদেশ জিতে নেয় সিরিজ। এবারও জয়ের প্রত্যাশা করছেন এই স্পিন অলরাউন্ডার, ‘আমার কাছে মনে হয় এখনো আমরা সিরিজে আছি। শেষ ম্যাচ আমাদের ডু ওর ডাই।  আমাদের ডু ওর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আমাদের জন্য একটা ভালো সুযোগ আছে পরের ম্যাচে। আশা করব আমরা শক্তভাবে ফিরে আসব।’

‘ডু অর ডাই’- একাধিক ম্যাচ জিতেই মিরাজের এই আত্মবিশ্বাস। নিদাহাস ট্রফির ফাইনালের আগে অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে, এশিয়া কাপের ফাইনালের আগে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল জিতেছিল বাংলাদেশ। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজ নির্ধারণী ম্যাচ। তিন ম্যাচেই মিরাজ ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। তাইতো এবার ঘরের মাঠে ক্যারিবীয়দের হারাতে আত্মবিশ্বাসী তিনি, ‘আশা করি আমরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’

এত কিছুর মাঝেও একটা গুঞ্জন উঠছে বারবার, দেশের মাটিতে মাশরাফি বিন মুর্তজা শেষ ওয়ানডে খেলতে নামছেন সিলেটে। যদিও মাশরাফি নিজে স্পষ্ট করে কিছু বলেননি। তবে অনেকেই বলছেন, ২০১৯ বিশ্বকাপের পর মাশরাফি অবসরে যাবেন এবং সুচি অনুযায়ী এটাই দেশের মাটিতে শেষ ওয়ানডে। তাইতো সিলেটের ম্যাচটি বহন করছে আলাদা গুরুত্ব।

তবে এখনই মাশরাফিকে বিদায় দিতে চান না মিরাজ। দলের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য মিরাজের চাওয়া, মাশরাফি খেলে যাক আরো কিছুটা দিন, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। বলতে পারব না এটা উনার শেষ ম্যাচ কি না। আমরা চাই যে মাশরাফি ভাই আরো অনেক দিন খেলুক। এটাই আমি চাই।’

শেষ ওয়ানডে খেলতে বুধবার সন্ধ্যায় সিলেটে পা রেখেছে দুই দল। দুই দল বৃহস্পতিবার একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। দুই দলেরই সুযোগ আছে সিরিজ জিতে নেওয়ার। শুক্রবারের ম্যাচে শেষ হাসিটা কে হাসে, সেটিই দেখার।



রাইজিংবিডি/সিলেট/১২ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়