ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ১৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতে নেয় ৫ উইকেটে। পরের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৪ উইকেটে। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফেরে সমতা। এই সমতা ভাঙতে আজ শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

চলতি বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেখানে টাইগাররা টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা। এবার ওয়ানডে সিরিজে ফিরিয়েছে সমতা।

আজ তারা জিতে গেলে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পুনরাবৃত্তি ঘটবে। আর বাংলাদেশ জিতে গেলে সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পারবে। তবে সিরিজ জিততে হলে বাংলাদেশকে যে সেরাটা দিয়ে খেলতে হবে সেটা সবারই জানা। যেমনটা মাশরাফি বলেছেন, ‘‘সিরিজ জিততে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। যদিও ম্যাচটি ডু অর ডাই পজিশনে আছে। এরকম ম্যাচ আমরা আগেও জিতেছি। সেই আত্মবিশ্বাস আমাদের কাজে লাগবে। এ ম্যাচটা জিততে পারলে পরবর্তী সিরিজে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। টি-টোয়েন্টি সিরিজে অনেক সাহায্য করবে।’


২০১৪ সাল থেকে সিরিজ জয়ের খরায় ভুগতে থাকা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এই সিরিজটি জিততে মরিয়া। তারা এই সিরিজ জিতে বছরটা শেষ করতে চায়। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায়। যেমনটা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল, ‘এটা এখন সবার মুখে মুখে। ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরে কোনো ওয়ানডে সিরিজ জিতেনি। আর সেটা পরিবর্তন আনার এটা দারুণ একটা সুযোগ। আজ তা করতে ছেলেরা উজ্জীবিত ও আত্মবিশ্বাসী। তবে সিরিজ জিততে হলে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে। একটা ম্যাচ জিতেছি বলে যে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করছি তা ভাবার কারণ নেই। আমাদের এখনো বোলিং ও ফিল্ডিং নিয়ে অনেক কাজ করতে হবে। দলগত প্রচেষ্টা থাকতে হবে। আমরা কেবল একজন নয়, প্রত্যেক ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছি। আমাদের ব্যাটিং ইউনিট হিসেবে এগিয়ে আসতে হবে।’






রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়