ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টি-টোয়েন্টিতে মাশরাফি না থাকায় উইন্ডিজের ‘সুবিধা’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে মাশরাফি না থাকায় উইন্ডিজের ‘সুবিধা’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক তিনি। সেই মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি সিরিজে না থাকাটা তাই স্বস্তি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি। মাশরাফির না থাকাটা টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন দলটির স্পিন বোলিং উপদেষ্টা মুশতাক আহমেদ।

শনিবার সিলেটে সংবাদমাধ্যমকে মুশতাক বলেছেন, ‘হ্যাঁ (সুবিধা দেবে), কারণ একজন ভালো নেতা অনেক পার্থক্য গড়ে দেয়। একজন ভালো নেতা পুরো দলকে ধরে রাখে। যখন আপনি একজন ভালো অধিনায়ক পাবেন, সে পুরো দলকে এক করে রাখবে। এটা সব সময়ই একটা সুবিধা।’

অবশ্য নির্দিষ্ট কাউকে নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই জোর দিচ্ছেন মুশতাক, ‘আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা এমন কিছুই দেখছি না। নিজেদের মতো করে আমাদের খেলতে হবে, নিজেদের শক্তির দিকটা মনে রাখতে হবে। যদি সেটা করতে পারি, নিজেদের স্কিল ঠিকমতো ব্যবহার করতে পারি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারব।’

বাংলাদেশে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় নিজেদের কীভাবে অনুপ্রাণিত করছে ক্যারিবীয়রা? মুশতাক বললেন, ‘জীবন এগিয়ে যায়। ছেলেরা শেখার একটা প্রক্রিয়ায় আছে। কয়েকটা জয় দরকার মাত্র। আমরা দ্বিতীয় ওয়ানডে জিতেছি। সব মিলিয়ে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার। ওদের শুধু ধারাবাহিকভাবে জয়ের পদ্ধতিটা জানা দরকার।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়