ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আর্সেনালের অপরাজেয় যাত্রা থামাল সাউদাম্পটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্সেনালের অপরাজেয় যাত্রা থামাল সাউদাম্পটন

ক্রীড়া ডেস্ক: সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে সব প্রতিযোগিতায় টানা ২২ ম্যাচে অপরাজিত ছিল আর্সেনাল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে অপরাজেয় যাত্রা থামল গানারদের।

এস্তাদিও ম্যারিস স্টেডিয়াম থেকে হার নিয়ে ফিরেছে ইংলিশ লিগের জায়ান্ট ক্লাব আর্সেনাল। নিজেদের মাঠে উড়তে থাকা আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে সেইন্টসরা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল পেয়েছেন ড্যানি ইংস। দলটির হয়ে জয়সূচক অপর গোলটি করেন চার্লি অস্টিন। আর আর্সেনালের হয়ে দুটি গোল পান হেনরিখ মিখিতারিয়ান।

চেনা মাঠে ম্যাচের ২০ মিনিটে সাউদাম্পটনকে এগিয়ে দেন ইংস। ম্যাট টার্গেটের সহায়তায় হেডে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস উপহার দেন তিনি। তবে সমতায় ফিরতে খুব একটা দেরি করেনি আর্সেনাল। ম্যাচের ৮ মিনিটের মধ্যেই ন্যাচে মনোরেলের ক্রস থেকে হেডে প্রথম গোলের শোধ দেন মিখিতারিয়ান। এরপর বিশ্রামে যাওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলে সাউদাম্পটনকে ২-১ গোলে এগিয়ে ইংস। এই গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় তারা।



বিরতির পর আক্রমণে এগিয়ে থাকা আর্সেনাল আবারো সমতায় ফেরে। ম্যাচের ৫৩ মিনিটে গানারদের এগিয়ে দেন জার্মান তারকা মিখিতারিয়ান। এরপর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি এক প্রকার ড্রয়ের আভাস দিচ্ছিল। কিন্তু ম্যাচের শেষ সময়ে স্বাগতিকদের ভাগ্য গড়ে দেন চার্লি অস্টিন। ৮৫ মিনিটে হেডে তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এরপর আর গোলের শোধ দিতে না পারায় হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

লিগে এ হারের পর ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে আর্সেনালের অবস্থান পঞ্চম। অন্যদিকে এক জয়ের ফলে আগামী মৌসুমে অবনমনের শঙ্কায় থাকা সাউদাম্পটন অনেকটাই উন্নতি হয়েছে। ১৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭তম অবস্থানে সাউদাম্পটন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়