ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ল্যাথামের ব্যাটে পিষ্ট শ্রীলঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ল্যাথামের ব্যাটে পিষ্ট শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক: ব্যক্তিগত ১২১ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন টম ল্যাথাম। একে একে দলের সবাই বিদায় নিলেও এক প্রান্তে অনড় ছিলেন নিউজিল্যান্ড এ ওপেনার। তার অপরাজিত ২৬৪ রানের রেকর্ড ইনিংসে ভর করে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে  শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৮২ রানে। এরপর ল্যাথাম, কেন উইলিয়ামসন ও রস টেলরদের ব্যাটিং নৈপুণ্যে সবকটি উইকেট হারিয়ে ৫৭৮ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রান করতেই ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দিনশেষে স্বাগতিকদের চেয়ে ২৭৬ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।

২ উইকেটে ৩১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৫০ রান নিয়ে ব্যাটিং করতে নামা রস টেলর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তবে অপর প্রান্তে দাড়িয়ে দলকে একাই টানতে থাকেন টম ল্যাথাম।

চতুর্থ উইকেট জুটিতে হেনরি নিকোলাসকে সঙ্গে নিয়ে ১১৪ রান করেন ল্যাথাম। ব্যক্তিগত ৫০ রানে পেরেরার বলে নিকোলাস ফিরলে এ জুটি ভাঙে। ষষ্ঠ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ পাঁচশত ছাড়িয়ে যান ল্যাথাম। এরপর ব্যক্তিগত ৪৯ রানে ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়েছেন গ্র্যান্ডহোম।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পান ল্যাথাম। ৪১২ বলে ১৬টি চারে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ডাবল সেঞ্চুরির পর ট্রিপল সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন কিউ এ ওপেনার। কিন্তু শেষপর্যন্ত তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ না থাকায় ব্যক্তিগত ২৬৪ রানে থামতে হয়েছে। ৪৮৯ বলে ২১ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।আদ্যন্ত ব্যাটিংয়ে প্রথম ডাবল সেঞ্চুরির পর সর্বোচ্চ ইনিংস খেলে রেকর্ড গড়েছেন তিনি।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ৪টি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান ধনঞ্জয়া ডি সিলভা ও দিলরুয়ান পেরেরা।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা । এ সময় দলটির হয়ে দানুশকা গুনাথিলাকা ৩, দিমুথ করুনারত্নে ১০ ও ধনঞ্জয়া ডি সিলভা ০ রানে সাজঘরে ফিরেছেন।

শ্রীলঙ্কার তিন উইকেটের দুটি নিয়েছেন টিম সাউদি। অপর উইকেটটি নেন ট্রেন্ট বোল্ট।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়