ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যানইউর ভারপ্রাপ্ত কোচ হলেন ওলে গুনার সুলশার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানইউর ভারপ্রাপ্ত কোচ হলেন ওলে গুনার সুলশার

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার বরখাস্ত করা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে। আজ বুধবার ভারপ্রাপ্ত কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নিয়োগ দিয়েছে নরওয়ের ওলে গুনার সুলশারকে। যিনি ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত ম্যানইউর হয়ে ১১ বছর খেলেছেন। এর আগে তিনি ২০০৮-২০১১ পর্যন্ত ম্যানইউর রিজার্ভ কোচ ছিলেন। ২০১৪ সালে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে ম্যানইউ আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে ওলে গুনার সুলশারকে ২০১৮-১৯ মৌসুমের শেষ অবধি ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ফার্স্ট টিম কোচ মাইক ফেলান, মাইকেল ক্যারিক ও কিয়েরান ম্যাককেনার সঙ্গে যোগ দিবেন।’

সুলশার নরওয়ের স্থানীয় একটি ক্লাবে (মল্ডে) কোচ হিসেবে কাজ করছিলেন। মূলত সেখান থেকে ধারে ম্যানইউ আনতে যাচ্ছে সুলশারকে। শনিবার কার্ডিফের বিপক্ষের ম্যাচে তিনি ম্যানইউর ডাগ-আউটে দাঁড়াবেন। যেখানে তিনি ২০১৪ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে বরখাস্ত হয়েছিলেন।

৪৫ বছর বয়সী সুলশার নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড সর্বদা আমার হৃদয়ে রয়েছে। ম্যানইউর মতো একটি ক্লাবে এমন দায়িত্ব নিয়ে ফিরে আসাটা নিঃসন্দেহে অনন্য কিছু। আমি আমাদের মেধাবী স্কোয়াড, স্টাফ ও ক্লাবের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

নরওয়ের ক্লাব মল্ডি নিশ্চিত করেছে যে আগামী গ্রীষ্মে সুলশার আবার দায়িত্বে ফিরবেন। কারণ, সুলশারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত তাদের চুক্তি রয়েছে। এ বিষয়ে নরওয়ের ক্লাবটি জানিয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের কাছে ওলে গুনার সুলশারকে ধার চেয়েছে এবং আমরা সেটাতে রাজি হয়েছি। যাতে করে আমাদের মধ্যে আস্থা ও বিশ্বাসের যে সম্পর্ক সেটা নষ্ট না হয়। ওলে গুনারকে ধারে ম্যানইউতে দিতে পেরে আমরা খুশি এবং আমরা তার ও ক্লাবের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। এটা মল্ডে এফকে এর জন্য একটা বিরাট সুযোগ। আমরা মনে করি এটা মল্ডের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

২০১৪ সালে কার্ডিফ সিটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ওলে গুনার সুলশারকে। দায়িত্বে থাকাকালিন সুলশার ৩০ ম্যাচের মাত্র ৯টিতে জিতেছিলেন। রেলিগেশন শঙ্কায় থাকার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে কার্ডিফ ‍সুলশারকে বরখাস্ত করে।

এখন দেখার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি কী উপহার দিতে পারেন। ধুকতে থাকা ক্লাবটিকে কতদূর টেনে নিতে পারেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়