ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লায় সবাইকে ‘দৌড়ের ওপর’ রেখেছেন স্মিথ!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় সবাইকে ‘দৌড়ের ওপর’ রেখেছেন স্মিথ!

ক্রীড়া প্রতিবেদক : অধিনায়ক নির্বাচনে চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের আইকন ক্রিকেটার তামিম ইকবালকে রেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে বেছে নিয়েছে তারা। নতুন অধিনায়কের নেতৃত্ব শুরুটা ভালো করেছে কুমিল্লা। শহীদ আফ্রিদির দারুণ পারফরম্যান্সে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।

দলের ভালো পারফরম্যান্সের পাশাপাশি কুমিল্লার অধিনায়ক স্মিথের অধিনায়কত্ব প্রশংসা কুড়াচ্ছে। দলের প্রত্যেক ক্রিকেটারের মাঠে অংশগ্রহণ বাড়াচ্ছেন স্মিথ। বিশেষ করে সীমানায় যারা ফিল্ডিং করছেন, তাদের পরিবর্তন করছেন নিয়মিত। আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোর পাশাপাশি দলের ভবিষ্যত নিয়ে সব সময় চিন্তায় ছিলেন অসি ক্রিকেটারের। স্মিথের এমন মনোভাবে বেশ খুশি কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে ও অনেক ইতিবাচক এবং সে খেলাটা নিয়ে খুব ভালো চিন্তা করে। খেলা যদি ১০ ওভারে থাকে তাহলে ও দুই ওভার পর কী হতে পারে, সেটা নিয়েও চিন্তা করে। তার এদিকটা দেখে বেশ ভালো লাগছে।’

 



‘তামিমের খুব কষ্ট হয়েছে আজ। ও (তামিম) আমাকে বলেছে, ‘‘স্যার ও (স্মিথ) আমাকে এত দৌড়াচ্ছে…”। সবাইকে ও খুব সম্পৃক্ত রাখছে মাঠে। এটা খুব ইতিবাচক। এখনই বুঝতে পারছি ছেলেদের কষ্ট হবে। যারা ভালো ফিল্ডার বাইরে…তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। এটা খুব ভালো দিক।’

দলের বৃহত্তর স্বার্থে সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের এক সুঁতোয় বেঁধে থাকা গুরুত্বপূর্ণ মনে করছেন সালাউদ্দিন, ‘ও অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও বেশ উদগ্রীব আছে। আমাদের নিজেদের ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। তাকেও মানিয়ে নিতে হবে। এটা আমরা যত দ্রুত ও তাড়াতাড়ি করতে পারব তত দলের জন্য ভালো হবে। দল যখন জেটে তখন এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দল যখন হারে তখন এগুলো দেরি হয়।’



রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়