ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নিজে দু‌র্নী‌তি করব না, কাউকে করতে দেব না’

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজে দু‌র্নী‌তি করব না, কাউকে করতে দেব না’

গোপালগঞ্জ প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘‘আমি নিজে কোনো দু‌র্নী‌তি করব না, অন্য কাউকেও দুর্নী‌তি করতে দেব না।’’

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ শহরের নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘হজ্ব পালনকারীদের যাতে সমস্যা পোহাতে না হয়, তার সব ব্যবস্থাই নেওয়া হবে। হজ্ব পালনকারীদের সমস্যা হবে এটা প্রধানমন্ত্রী পছন্দ করেন না। আমার দায়িত্ব হবে আল্লাহর মেহমানদের চোখের পানি যেন কোনোভাবেই না পড়ে।’’

তিনি বলেন, ‘‘মন্ত্রণালয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করতে চাই। অন্য মন্ত্রণালয়ের থে‌কে ধর্ম মন্ত্রণালয়ে স্বচ্ছতা থাকবে। সব ধর্মের জন্য সমান প্রাপ্য দেওয়ার চেষ্টা করা হবে।’’

মতবি‌নিময় সভায় স্থানীয় বি‌ভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবা‌দিকেরা উপ‌স্থিত ছিলেন। এর আগে কোটালীপাড়ায় শেখ রাসেল কলেজের শিক্ষকরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রতিমন্ত্রী টু‌ঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের সঙ্গে মতবি‌নিময় করেন এবং সদর সাব হুজুর শামছুল হক ফ‌রিদপুরীর কবর জিয়ারত করেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১১ জানুয়ারি ২০১৯/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়