ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এমন উইকেটই চান মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন উইকেটই চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ৩৬৪ রানের ম্যাচ। জয়ের ব্যবধান ২ রানের। শুক্রবার ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচকেই এবারের বিপিএলের সেরা ম্যাচ বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ঢাকা করেছিল ১৮৩ রান। জবাবে ঠিক ৯ উইকেট হারিয়ে রংপুর করতে পারে ১৮১ রান।

২ রানে হারের পর সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক মাশরাফি বললেন, ‘বিপিএলে মনে হয় আজকেই সেরা ম্যাচটা হয়েছে। উইকেট যেরকম ছিল এরকম থাকলে আরো অনেক ম্যাচ দেখা যাবে এমন। আজকে উইকেটটাও অনেক ভালো ছিল সত্যি কথা।’

প্রথম আট ম্যাচের প্রায় সবগুলোই হয়েছিল লো স্কোরিং। আর মিরপুরের মন্থর উইকেট নিয়ে অভিযোগ তো পুরোনোই। দুই দলের রান উৎসব দেখা গেল এদিনই প্রথম। এমন উইকেট হলে এরকম ম্যাচ আরো দেখা যাবে বলে মনে করেন মাশরাফি।

‘আসলে এসব টুর্নামেন্টে এসে যেটা হয়, এমনিও যেটা হয় উইকেট ভালো হলে এমন ম্যাচ হবে, সেটা আশা করাই যায়। আর এমনিও টুর্নামেন্টের শুরুতে এমনটা হয়, আমরা তো লং টাইম প্র্যাকটিসের সুযোগ পাই না, সুতরাং দলের এক হতে একটু সময় লাগে আর এমন ম্যাচ হতেও সময় লাগে। এখনো শুরুর দিকে টুর্নামেন্ট। আমরা চারটা ম্যাচ খেলে ফেলেছি। অন্য টিমের জন্য শুরু কেবল। আমি মনে করি উইকেট এমন হলে আরো ভালো কিছু ম্যাচ দেখা যাবে।’

প্রথমবারের মতো বিপিএলে ব্যবহার করা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি। তবে ডিআরএস থাকলেও প্রথম আট ম্যাচে স্নিকোমিটার বা আলট্রাএজ ছিল না। এদিন আলট্রাএজ সংযুক্ত করা হয়েছে। এটা টুর্নামেন্টের জন্যই ভালো হয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘প্রোপার ডিআরএস আজকে থেকে এসেছে সত্যি কথা। অনেক সময় হয় কি, স্নিকোটা খুব গুরুত্বপূর্ণ, এলবিডব্লিউ ছাড়া। আজকে থেকে একেবারে প্রোপার আছে। তাই আজ থেকে অন্তত এই ব্যাপারটা নিয়ে ভাবার কিছু নেই। এটা টুর্নামেন্টের জন্য খুব ভালো হয়েছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়