ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাংলাদেশকে গড়তে চাই স্বপ্নের সোনার বাংলা হিসেবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশকে গড়তে চাই স্বপ্নের সোনার বাংলা হিসেবে’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে গড়ে তুলতে চাই স্বপ্নের সোনার বাংলা হিসেবে।

শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই স্বপ্নের সোনার বাংলা হিসেবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে গভীরভাবে ভালোবাসতেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা, গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়া। সেজন্য গ্রামকেও উন্নত করতে হবে। শুধু শহর নয়, গ্রামকে উন্নত করলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লা আল মামুন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়