ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তেজিত হওয়া উচিত হয়নি : মাহমুদউল্লাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তেজিত হওয়া উচিত হয়নি : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবেই সবার কাছে পরিচিত মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবেও বেশ শান্ত। কিন্তু শনিবার বিপিএলের ম্যাচে তাকে দেখা গেল কিছুটা ভিন্ন রূপে। সতীর্থ পেসার শরিফুল ইসলামের ওপর ক্ষেপে  গেলেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে খুলনা টাইটান্সের অধিনায়ক বললেন, ওভাবে প্রতিক্রিয়া দেখানো তার ঠিক হয়নি।

চিটাগং ভাইকিন্সের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা এটি। সেই ওভারের আগে ২৪ বলে ৪৩ রান দরকার ছিল চিটাগংয়ের। দ্বিতীয় বলে ছক্কা হজম করেন শরিফুল। তাকে ফ্লিক করে লং লেগ দিয়ে ছক্কা হাঁকান মুশফিকুর রহিম। এরপরই শরিফুলের ওপরে ক্ষেপে গিয়ে কিছু একটা বলতে থাকেন মাহমুদউল্লাহ। পরে অধিনায়ককে শান্ত করেন ডেভিড মালান।

চাপের কারণেই কি রেগে গিয়েছিলেন মাহমুদউল্লাহ? সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘চাপ গত ১১-১২ বছর ধরে অনেক নিয়েছি। হয়তো বা আজকে কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কাজটা উচিত হয়নি। এটা হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। চেষ্টা করব পরবর্তী সময়ে শান্ত থাকার।’



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়