ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আ. লীগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আ. লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৬ জানুয়ারি আওয়ামী লীগের বোর্ড সভায় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে জনগণের কাছে যারা যোগ্য মনে হয় তাদেরই মনোনয়ন দেওয়া হবে। আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, তাই নিবন্ধিত সব দলের প্রতি আহ্বান জানাব আপনারা এই নির্বাচনে অংশ নিন।’

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিরোধীদলের আন্দোলনের আহ্বান জানানো ছাড়া আর কিছু করার নেই। কারণ জনগণ তাদের আহ্বানে সাড়া দেবে না। কারণ জনগণ শান্তিতে থাকতে চায়, চায় উন্নয়ন।

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের ডাকে সাড়া দেবে এটা একটা দুঃস্বপ্ন। দেশের উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে। তাই জনগণ সরকারের কাছে উন্নয়ন চায়। বিএনপির ডাকে আন্দোলনে সাড়া দেওয়ার মতো মুডে জনগণ এখন নেই। আর তরুণ প্রজন্মই আওয়ামী লীগের অন্যতম প্রধান শক্তি।’

পদ্মা সেতু নতুন স্প্যান বসানোর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘এই সেতুতে সপ্তম স্প্যান বসানো হয়েছে। খুব শিগগিরই আরও দুই তিনটা বসানো হবে। সপ্তম স্প্যান বসানোর মাধ্যমে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর আরও কিছুটা অগ্রগতি হলো।’

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়