ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইটিভির প্রধান প্রতিবেদক কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইটিভির প্রধান প্রতিবেদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নারী সহকর্মীর প্রতি যৌন নিপীড়নমূলক আচরণের অভিযোগের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দার মিয়াকে (৩৪) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মবিন আহমেদ ভূঁইয়া আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

সেকান্দারের পক্ষে প্রশান্ত কুমার কর্মকার, তুহিন হাওলাদারসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ ফেব্রুয়ারি এম এম সেকান্দার মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে সেকান্দারকে আটক করে র‌্যাব-২। এর আগে ভুক্তভোগী ওই নারী হাতিরঝিল থানায় সেকান্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই নারীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে সেকান্দার যৌন হয়রানি করে আসছেন। বিষয়টি নিয়ে কয়েকবার টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলতে গেলেও তিনি তাদের কাছে পাত্তা পাননি।

মামলা করার আগে এই নারী সাংবাদিক ইটিভি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। ২৮ জানুয়ারি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এম এম সেকান্দার কর্তৃক নারী সহকর্মীকে যৌন হয়রানি শিরোনামে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগপত্র জমা দেন। তাতে হয়রানির পুরো ঘটনা তিনি ব্যাখ্যা করেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়