ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওল্ডহামের কোচ ম্যানইউ তারকা স্কোলেজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওল্ডহামের কোচ ম্যানইউ তারকা স্কোলেজ

ক্রীড়া ডেস্ক : পেশাদার ফুটবলার হিসেবে অবসরটা নিয়েছেন অনেকে আগেই। কোচ হিসেবে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও যাচাই-বাছাইয়ে লম্বা একটা সময় কাটিয়েছেন পল স্কোলেজ। কোচিং ক্যারিয়ারের শুরুতে এবার ওল্ডহাম অ্যাথলেটিকে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এ তারকা।

ওল্ডহাম অ্যাথলেটিকের সঙ্গে দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্কোলেজ। দ্বিতীয় লিগের এই ক্লাবে দায়িত্ব পেতে তাকে সবুজ সংকেত দিয়েছে ইংলিশ ফুটবল লিগ। এই ক্লাবে দায়িত্ব নেওয়ার আগে সেলফোর্ড সিটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে ওই ক্লাবের ১০শতাংশের শেয়ারের মালিক থাকছেন ইংলিশ এ প্রাক্তন মিডফিল্ডার।

ক্লাব ফুটবলে প্রায় পুরোটা সময়ই ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন স্কোলেজ। ক্লাবটির হয়ে সবপ্রতিযোগিতায় ৭১৮ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরমধ্যে ইংলিশ লিগে ৪৯৯টি ম্যাচ খেলেছেন স্কোলেজ। রেডডেভিলসদের হয়ে সব প্রতিযোগিতায় ১৫৫টি গোল করেছেন তিনি।

ম্যানইউর ইয়ুথ লিগে ১৯৯০ সালের দিকে খেলা শুরু করেন স্কোলেজ। ২০১০-১১ মৌসুমে ক্লাবটি থেকে প্রাথমিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। ২০১২ সালে আবারো মাঠে নেমে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন এ তারকা ফুটবলার। এর আগে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ১১টি ইংলিশ লিগ, তিনটি এফএ কাপ, দুটি লিগ কাপ, পাঁচটি কমিউনিটি শিল্ড ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন ৪৪ বছর বয়সি এ তারকা।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়