ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে শ্রমিক নিহত

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে এক পোশাক শ্রমিক মারা গেছেন।

শুক্রবার দিবাগত গভীর রাতে শিল্পাঞ্চলের শিমুলতলা এলাকায় তাকে গুলি করে ছিনতাইকারীরা। পরে শনিবার ভোররাতে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত শ্রমিকের নাম রাসেল খাঁন (২৭)। তিনি স্থানীয় মান্তা অ্যাপারেলসের শ্রমিক ছিলেন।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদ আহমেদ জানান, শিমুলতলা এলাকায় কয়েক দিন আগে এক শ্রমিকের একটি মোবাইলফোন ছিনতাই হয়। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরার জন্য নিহত রাসেল ও তার বন্ধুরা শুক্রবার দিবাগত রাতে ওঁৎ পেতে থাকে। এ সময় সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে দেখতে পেয়ে তাদের আটকের চেষ্টা করেন। পাল্টা আক্রমণে ছিনতাইকারীরা রাসেল ও তার বন্ধুদের ওপর গুলি চালায়। এতে রাসেল গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে ভোরে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রাসেলের বাবা ফজলুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।



রাইজিংবিডি/সাভার/১৬ ফেব্রুয়ারি ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়