ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রত্যাশিত সাফল্যের পর যুব দলকে নিয়ে বড় পরিকল্পনা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রত্যাশিত সাফল্যের পর যুব দলকে নিয়ে বড় পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক: প্রথমে টি-টোয়েন্টি, পরবর্তীতে ওয়ানডে এবং সবশেষ যুব টেস্ট; বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল তিন ফরম্যাটেই ধবলধোলাই করেছে ইংল্যান্ড যুব দলকে।

দীর্ঘ একমাসের বাংলাদেশ সফরে প্রাপ্তির খাতায় কোনো অর্জনই নেই ইংলিশ যুবাদের। স্বাগতিক সকল সুবিধা কাজে লাগিয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে বাংলাদেশ যুব দল। তাইতো এ দলকে নিয়ে বড় পরিকল্পনা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 
 


নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে ২০১৮ যুব বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান যেখানে প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ছয়ে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বিশ্বকাপকে সামনে রেখে এক বছরের দীর্ঘ পরিকল্পনা সাজিয়েছে বিসিবি।

বিশ্বকাপের আগে প্রস্তুতি বাদে পাঁচটি সিরিজ বা টুর্নামেন্ট খেলবে যুব দল। এপ্রিলেই শুরু হচ্ছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। যুব দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড যুব দল। এর আগে দুই দল মাত্র চারটি ম্যাচ খেলেছে। জয়-পরাজয় দুই দলেরই সমান দুই ম্যাচ।
 


জুলাই-আগস্টে ইংল্যান্ড সফর করবে যুব দল। সেখানে ভারতকে সঙ্গে নিয়ে তিন দল খেলবে ত্রিদেশীয় সিরিজ। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। ওই মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

গত বিশ্বকাপের পরপরই নতুন করে যুব দল সাজায় বিসিবি। দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর শ্রীলঙ্কা সফর করেছে দলটি। এরপর ইংল্যান্ডকে তিন সংস্করণেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া এ সাফল্য ধরে রাখার প্রত্যয় পুরো দলের। বিসিবিও তাদেরকে আগামী বিশ্বকাপের জন্য সর্বোচ্চ সুযোগ করে দিচ্ছে। বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। সেখানেও প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পাবে যুবারা। বাকি কাজ ক্রিকেটারদের।




রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়