ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেষ ওয়ানডেতে নেই মিথুন, খেলতে পারেন মুশফিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ওয়ানডেতে নেই মিথুন, খেলতে পারেন মুশফিক

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে ২২ গজে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের সূচক নিম্নগামী। সেখানে বুক চিঁতিয়ে লড়াই করছিলেন মোহাম্মদ মিথুন।

মিডল অর্ডার ব্যাটসম্যান নেপিয়ার ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দুই ওয়ানডেতে পেয়েছেন হাফ সেঞ্চুরি। কিন্তু ডানেডিনে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যামস্ট্রিং চোটে আগামীকাল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মিথুনকে পাবে না বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডে চলাকালিন মুশফিকের পুরোনো পাঁজরের চোট আবার বেড়েছে। তাকে শেষ ওয়ানডেতে পাবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে তার খেলার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট অডিও বার্তায় বিষয়গুলো নিশ্চিত করেছেন।

‘‘মোহাম্মদ মিথুনের অবস্থা ভালো নয়। বেশ কিছুদিন সময় লাগবে, ১০-১২ দিন লাগবে ঠিক হতে। সেজন্য শেষ ওয়ানডেতে আমরা তাকে পাচ্ছি না। প্রথম টেস্ট ম্যাচের আগে ফিট হবে বলে আশা করছি।”



“মুশফিকের অবস্থা বেশ ভালো। স্ক্যানে কিছু ধরা পড়েনি। আজকে অবশ্য সেভাবে অনুশীলন করেনি। সকালে ওয়ার্ম-আপের সময় সিদ্ধান্ত নেওয়া হবে ও খেলবে কি খেলবে না। কতখানি ফিট, সেটি দেখেই সিদ্ধান্ত হবে। তবে মনে আশা করছি, সে খেলবে।”

মিথুন-মুশফিকের ইনজুরি শঙ্কায় এরই মধ্যে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে মুমিনুল হককে। প্রথম দুই ওয়ানডেতেই ফিল্ডিং করেছিলেন মুমিনুল। আগামীকাল মিথুনের জায়গায় তাকে মূল একাদশে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

প্রথম ওয়ানডেতে ৬২ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৫৭ রান করেছিলেন মিথুন। টেস্ট দলেও আছেন ২৭ বছর বয়সি এ ক্রিকেটার। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। পুরোপুরি ফিট হতে ১০ দিনের সময় পাচ্ছেন এ ব্যাটসম্যান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়