ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেলরের রেকর্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেলরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রস টেলর।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডানেডিনে ৬৯ রান করেন টেলর। এ ইনিংস খেলার পথে টেলর শীর্ষস্থানে উঠেছেন। শীর্ষে ‍উঠতে টেলর পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে। ২১৮ ওয়ানডেতে টেলরের রান ৮০২৬। ফ্লেমিং ২৭৯ ওয়ানডে করেছেন ৮০০৭ রান।

৭৯৫৭ রান নিয়ে ডানেডিনে আজ মাঠে নেমেছিলেন টেলর। মিরাজের করা ইনিংসের ৩৩তম ওভারে এক রান নিয়ে টেলর মাইলফলক ছুঁয়ে ফেলেন। জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হয় তার কীর্তি। দাঁড়িয়ে স্টেডিয়ামের সকল দর্শক তাকে অভিনন্দন জানান। ড্রেমিংরুম থেকেও পেয়েছেন করতালি।

এর আগে মাশরাফির করা ২৮তম ওভারে টেলর দ্বিতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ফ্লেমিংয়ের থেকে দ্রুততম সময়ে দুই রেকর্ড ভেঙেছেন টেলর। ২০০৭ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ফ্লেমিং।

ওয়ানডের পর টেস্টেও শীর্ষে উঠার অপেক্ষায় টেলর। ফ্লেমিং টেস্টে ৭১৭২ রান করেছেন।৬৪৯ রানে পিছিয়ে আছেন টেলর।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়