ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আগুনের সূত্রপাত গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগুনের সূত্রপাত গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে

নিজস্ব প্রতিবেদক : চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের কারণ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বুধবার রাতের ওই আগুনে ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান বলেন, ‘গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত। জায়গাটা সংকীর্ণ, পানিরও সঙ্কট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে।’

স্থানীয়রা জানান, চুড়িহাট্টা বড় মসজিদের সামনে থাকা প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর বিকট শব্দ হয়। প্রাইভেটকারে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল ও কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়ে।  পরে হোটেলের গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে।

এদিকে বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা গেছে, বিক্ষিপ্তভাবে এখনও বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। ভবনটির ছাদেও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্ট্রেচারে করে ব্যাগ ভর্তি করে একের পর এক লাশ বের করে নিয়ে আসছেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়